Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

বাদল অধিবেশনের জের শীতকালীন অধিবেশনে

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্ষার অধিবেশনে পেগসাস ও কৃষি আইন খারিজ করার দাবিতে উত্তাল হয়েছিল সংসদ চত্বর, প্রতিবাদ এতটাই অশালীন ছিল য অনেক সাংসদতো নিজের টেবিলের উঠে পরনের জামা ঘরাতে শুরু করেছিল। সাংসদরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পরেছিলেন, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল বিশিষ্ট মহলে। সেই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে আবেদন করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যশী। ভবনের ভেতরে এই রকম আচরণের জন্য বাদল অধিবেশন চলাকালীনই কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল সাংসদদের, আর সেই আচরণের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হল শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই।


 নির্দেশ দেওয়া হয়েছে ২৯শে নভেম্বর থেকে ২৩শে ডিসেম্বর জতদিন পর্যন্ত শীতকালীন অধিবেশন চলবে ততদিন সাসপেন্ড থাকবেন সেই আচরণ করা ১২ জন অভিযুক্ত সাংসদ। যার মধ্যে তৃণমূলের শান্তা ছেত্রী ও দোলা সেন প্রমুখ, এছাড়া রয়েছেন সিপিএম ও কংগ্রেসের বেশ কিছু সাংসদ এবং শিবসেনার ২ সাংসদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমত নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। গত ১১ই আগস্ট সাংসদে হওয়া এই ঘটনায় রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছেন। রাজ্যসভাই এই সিদ্ধান্ত গৃহিত হওয়ার পরেই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অনেকের মতে এটি অগণতান্ত্রিক। এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছে “ বাদল অধিবেশনের জেরে শীতকালীন অধিবেশনে সাংসদদের সাসপেন্ড করে কেন্দ্র তার বিরোধী সংখ্যা কমিয়ে দিল। কোন রকম আলাপ আলোচনা ছাড়াই যে কোন বিল পাশ করতে সুবিধা হবে কেন্দ্রের, এই ঘটনা অগণতান্ত্রিক”। বাকি বিরোধীরা একজোট হয়ে মত প্রকাশ করলেও তৃণমূল কংগ্রেস তা করেনি। সাসপেন্ড হওয়া দুই সাংসদকে নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “ শাস্তি দেওয়ার আগে দোষীদের স্বপক্ষে বোলার সুযোগ দেওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে সেই রকম সুযোগ দেওয়া হইনি, এ এক ঐতিহাসিক ঘটনা। স্বাধীনতার পরে এই রকম ঘটনা কোন দিন ঘটেনি”।


বর্ষাকালীন অধিবেশন চলাকালীন টেবিলের ওপর উঠে লাফালাফি, চেয়ারম্যানের দিকে ফাইল ছুরে মেরেছিলেন এই সাংসদরা। পরের দিন এই ঘটনার কথা বলতে গিয়ে কান্নাই ভেসেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রীতিমত অভেদ্য দুর্গ তৈরি করে পাশ করা হয়েছিল পরবর্তী বিল গুলি। কৃষক আন্দোলন, ভোট এবং বিরোধীদের কথা মাথাই রেখে কৃষি আইন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনেই প্রত্যাহার করে কেন্দ্র, তবে পেগেসাস এবং কৃষি আইন বাতিলের দাবি নিয়ে সংসদ কক্ষের ভেতরে এই আচরণ করার শাস্তি পেতে হল ১২ জন সাংসদকে।


কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে আরও বলেন, “বিরোধীদের মধ্যে ভয় সৃষ্টি করতে কেন্দ্র এই রকম পরিকল্পনা করেছে, যদি আইনানুগ ব্যাবস্থা নেওয়ারই হত তাহলে বাদল অধিবেশনেই তা নেওয়া উচিত ছিল”, এছাড়া তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়ের বক্তব্য বাদল অধিবেশনের সেই মুহূর্তে কেন সরাসরি টিভি সম্প্রচার বন্ধ রাখা হয়েছিল, ওপর পক্ষে সরকারের বক্তব্য নিরাপত্তাকর্মীদের বক্তব্য এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News