হেমন্তের কটাক্ষ বিজেপি 'রাগী বাচ্চা'

banner

#Pravati Sangbad Digital Desk:

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক গ্রেফতার পশ্চিমবঙ্গে। ওই তিন কংগ্রেস বিধায়কেরা টাকা সমেত গ্রেফতার হওয়ায় উত্তাল হয়ে উঠেছ রাজনীতি। বিরোধীদের বক্তব্য, ঝাড়খন্ড মুক্তি মোর্চা কংগ্রেস সরকারের পতন ঘটানোর জন্যই ওই বিধায়কদের টাকা দিয়েছিল বিজেপি। সপ্তাহখানেক পর বিধায়কদের গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেছেন, খেলায় হেরে গেলে ছোটরা যেমন রাগ করে তেমনি ভোটে হেরে বিজেপিরও একই দশা হয়েছে।
রাজেশ কাছাপ, নমন বিক্সাল কোঙারি এবং ইরফান আনসারি এই তিন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কে আটক করা হয়  ৩০ জুলাই। প্রচুর টাকা সমেত আটক করা হয় হাওড়ার সাঁকলাইল থানার  নাবঘরা থেকে। বিরোধীদের অভিযোগ, বিজেপি ঝাড়খন্ডে 'অপারেশন কমল' পরিকল্পনা করেছিল। বিজেপি এই অভিযোগ অস্বীকার করে। ঝাড়খন্ডের মূখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, " বাচ্চারা খেলায় হেরে গেলেই রেগে যায়। সেই রাগী বাচ্চা সকলের খেলা ভন্ডুল করে দিতে চায়। বিরোধীরা নির্বাচনে হেরে গিয়ে ওই রাগী বাচ্চার মতোই করছে  ক্ষমতায় আসার জন্য।
কিন্তু সত্য  কখনো চাপা থাকেনা একদিন সামনে আসবেই।" রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি বলে অভিযোগ করেছেন তিনি।
বিজেপিকে তিনি ভয় পান কিনা প্রশ্ন করতে হেমন্ত সোরেন বলেন, " এটা ভয় পাওয়া না পাওয়ার বিষয় নয় । রাজনৈতিক ক্ষমতা দেখানোর বিষয়। যার কাছে জনাদেশ রয়েছে তার চিন্তার কারণ নেই।" কংগ্রেসের তিন বিধায়কের মতিগতি গোপন করেন হেমন্ত সোরেন।  

Journalist Name : অর্জুন দাস

Tags:

Related News