Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

কবিগুরুর ভিক্টোরিয়া ওকাম্পো

banner

#Pravati Sangbad Digital Desk:

১৯২৪ সাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন ফিলিপিন্সে। সেখানে বিখ্যাত  সান ইসদ্রো বাসভবনে পরিচয় হল এক অপরূপ সুন্দরী রমণীর সাথে। আলাপচারিতায় জানতে পারলেন তাঁর নাম ভিক্টোরিয়া ওকাম্পো। ঠাকুর তাঁর রূপে এতটাই বিমোহিত হয়ে পরেছিলেন , ৬৩ বছর বয়সে এসেও তিনি ওকাম্পো-কে উৎসর্গ করে রচনা করলেন  বিখ্যাত 'পূরবী' কাব্য। এর ঠিক ৬ বছর পরে অর্থাৎ ১৯৩০ সালে ফ্রান্সে রবী ঠাকুরের নিজের হাতে আঁকা চিত্রের প্রদর্শনী আয়োজন করা হয়েছিলো। বলাই বাহুল্যও, প্যারিসে হওয়া সেই প্রদর্শনীর বন্দোবস্ত করে দিয়েছিলেন সেই ভিক্টোরিয়াই।
১৯৬১ সালে ভারত সহ বিভিন্ন দেশে যখন কবিগুরুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছিল, সেই সময়ে মেসির শহর আর্জেন্তিনাও সেটি পালন করেছিল। ৭০ বর্ষীয় ভিক্টোরিয়া ওকাম্পো সেই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্যোগতা ছিলেন। সেই বছরে বিভিন্ন দেশেই রবি ঠাকুরের স্মারক হিসেবে ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, অস্কার জয়ী সত্যজিৎ রায়ের  আঁকা রবীন্দ্রনাথের ডাকটিকিটের নকশার সঙ্গে আর্জেন্টিনার ডাকটিকিটের নকশার অবয়ব মিলে যায়। যদিও সেই মিলের কারণ জানা যায়নি। সেই সময়ে ওকাম্পো চিঠিতে ভারতীয় রবিন্দ্রজন্মশতবর্ষ কমিটির কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখেন,'গতকাল আমাদের ডাকটিকিট তৈরি করা হয়েছে এবং আমি কিছু সংখ্যক টিকিট বুয়েনার্স এয়ার্সে বিক্রির জন্য পাঠিয়েছিলাম। অনেক মানুষ সেই ডাকটিকিট ক্রয় করেছেন, এবং যখন কিছু পথচলতি মানুষ সদর ডাক অফিসে আমাকে চিনতে পারেন, তাঁরা আমাকে ডাকটিকিট গুলিতে সাইন করতে বলেন কারণ আমি ঠাকুরকে চিনি।' এরপরে অন্য এক চিঠিতে তিনি লেখেন ' আপনারা জানেননা আমি আপনাদের দেশ এবং আপনাদের দেশের মানুষকে কতটা ভালবাসি।'ভিক্টোরিয়া ওকাম্পো, আকাশবাণীর সাক্ষাৎকারে বলেছিলেন,'সান ইসিদ্রোয় থাকবার সময় আমাকে বাংলায় কবিগুরু কয়েকটি শব্দ শিখিয়েছিলেন। আমি মনে রেখেছি শুধু একটি। আর ভারতকে আমি সেইটি বলে যাব- ভালবাসা।' 
প্রসঙ্গত ওকাম্পো, ভারতীয় নেতৃত্বের শত আহ্বানের পরেও এই দেশে আসেননি। এমনকি বিশ্বভারতীর সর্বচ্চো সন্মান ' দেশিকোত্তম' উপাধি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরে পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এবং পরে বিদেশে গিয়ে ভিক্টোরিয়া ওকাম্পো-কে সেই উপাধি দিয়ে আসেন।

Journalist Name : Tamoghna Mukherjee