মেসি-মারাদোনাঃ আর্জেন্তিনার দুই অমূল্য রত্ন

banner

#Pravati Sangbad Digital Desk:

(পঞ্চম পর্ব)
ফুটবল বিশ্বে আর্জেন্তিনার নাম এলেই, মনের কোনে উঁকি মারে দুজন ফুটবলারের নাম। একজন হচ্ছেন দিয়োগো মারাদোনা অপরজন লিওনেল মেসি। উভয়েই তাদের নিজ নিজ সময়ে সেরা খেলোয়াড় হলেও, দর্শকেরা প্রায়সই দুজনের মধ্যে সেরা কে তা নিয়ে বিবাদে জড়ান। তবে লিও মেসি সব বিতর্কে সরিয়ে রেখে নিজেই জানিয়েছেন তিনি দিয়োগো মারাদোনা কে শিক্ষক হিসেবে মানেন। ২০১০ সালের বিশ্বকাপে মারাদোনার প্রশিক্ষণে আর্জেন্তিনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। তবে , এলিট ক্লাবের এই দুই ফুটবলারকে তুলনামুলকভাবে বিচার করলে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন মেসির থেকে কয়েক যোজন এগিয়ে আছেন মারাদোনা। ঠিক তেমনি ক্লাবের হয়ে মেসি মারাদোনার থেকে অনেকটাই বেশি উজ্জ্বল। যদিও ড্রাগ, চোট এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার কারণে, মারাদোনাকে ক্যরিয়ারের বেশিরভাগ সময়ই কাটাতে হয়েছে মাঠের বাইরে। তবুও স্বল্প ক্যারিয়ারে মারাদোনা ৩৪৫ গোল করার সঙ্গে সঙ্গে রেলিগেশনে থাকা দল নাপোলিতে যোগ দিয়ে , একক দক্ষতাতে সেই দলকে ১৯৮৬-৮৭ মরসুমে সিরিয়া এ শিরোপা জেতান। অপরদিকে, মেসি মারাদোনার থেকে বেশি ক্লাব কাপের শিরোপা জয় করলেও তিনি রোনাল্ডিনহো, পুওল, জাভি, ইনিয়েস্তা এমনকি হালে নেইমার, এম্ববাপের মতো খেলোয়াড়দের পাশে পেয়েছিলেন বা পাচ্ছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে পরিসংখ্যান দেখলে এখানেও মেসির থেকে কিছুটা এগিয়ে মারাদোনা। ১৯৮৬-এর বিশ্বকাপে মারাদোনা একক দক্ষতাতে আর্জেন্তিনাকে কাপ জিতিয়েছেন এবং ৮২-এর বিশ্বকাপে তাকে আটকানোর জন্য ইতালি সহ বিভিন্ন দল রীতিমতো বিশ্রী ভাবে ফাউল করছেন। অপরদিকে হিগুয়েন, ডি মারিয়ার মতো বিশ্ব মাতানো ফুটবলারকে পেয়েও মেসি বিশ্বকাপ জিততে ব্যার্থ হয়েছেন, যদিও ২০১৪  সালেও মেসি একক দক্ষতাতে দলকে ফাইনালে তুলেছিলেন। পরিসংখ্যানের দিক থেকে বিচার করলে মেসি মারদোনার থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছেন। ৭টি ব্যলেন ডি অর সহ মেসি জিতেছেন বিভিন্ন ক্লাব কাপ। সেখানে মারাদোনার সময়ে ইউরোপের বাইরের প্লেয়ার কে ব্যলেন ডি অর খেতাব দেওয়ার চল ছিলনা, তাই তিনি সেই খেতাবে কখনো অংশগ্রহণ করতে পারেননি। বিশ্বকাপ অধরা থাকলেও মেসি জিতে নিয়েছেন কোপা আমেরিকা, তবে মারাদোনা এই খেতাব কখনো জিততে পারেননি।
পরিশেষে প্রকৃত ফুটবল্প্রেমিরা কখনই  উভয় খেলোয়াড়ের মানদণ্ড পরিসংখ্যানের দিক থেকে বিচার করেন না। মেসি এবং মারাদোনা দুজনেই  ঈশ্বর প্রদত্ত শিল্প দিয়ে নিজেদের সময়কালে দর্শককুলকে আনন্দ দিয়ে যাচ্ছেন।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News