সেলেকাওদের ইতিহাস

banner

#Pravati Sangbad Digital Desk-:

(দ্বিতীয় পর্ব)
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় ছাড়া ব্রাজিলের আরও একটি দ্রব্য বিশ্বমহলে বহুল পরিচিত, আর সেই দ্রব্য হল ‘ব্রাজিলউড’ । “ব্রাজিল” দেশ্টির নামও এসেছে মুলত “ব্রাজিলউড” থেকে যা একটি পর্তুগীজ শব্দ।  এই ‘উড’ বা ‘কাঠ’ একসময়ে ব্রাজিলীয় উপকূলে প্রচুর পরিমাণে পাওয়া যেত যা ওই দেশের আদিবাসী এবং অধিবাসীরা বিভিন্ন কাজে ব্যাবহার করতেন। লাল রঞ্জকে পরিপূর্ণ এই উড ইউরোপীয় শিল্প মহলে অতি মুল্যবান। যার কারনে ব্রাজিলবাসিরা এই কাঠ সংগ্রহ করে বিভিন্ন ধরনের টুপী এবং দ্রব্য তৈরি করার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ব্যাবসায়ীদের ভোগ্যপন্যের বিনিময়ে বিক্রয় করতেন।
যাইহোক, ১৯৭০ সালে ব্রাজিলকে তৃতীয় বার বিশ্বকাপ জিতিয়ে পেলে সহ বেশ কয়েকজন তারকা ফুটবলার অবসরে চলে যান। এরপরে পশ্চিম জার্মানিতে হওয়া ১৯৭৪ সালের বিশ্বকাপে যার প্রভাব পরে। নিতান্ত সাদামাটা দল নিয়ে ব্রাজিল বিশ্বকাপের নক-আউট পর্ব পর্যন্ত গেলেও ১৬ দলের বিশ্বকাপে  তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে পোল্যান্ডের কাছে হেরে চতুর্থ স্থানে অভিযান শেষ করে। পরের বছর ১৯৭৮ সালে চুড়ান্ত রাজনৈতিক ডামাডোলের মধ্যে বিশ্বকাপ আয়োজন করে আর্জেন্তিনা। ১৯৭৮ সালে বিশ্ববাসী দেখেছিল এক অনৈতিক এবং ম্যাচ ফিক্সিং-এর বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে ভুল রেফারিং-এর শিকার হয় ব্রাজিল সহ একাধিক দল। আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতাতে শক্তিশালী দলগুলির বিরুদ্ধে একাধিক ভুল সিদ্ধান্তের অভিযোগ ওঠে। তবুও, সমস্ত প্রতিকূলতা পেরিয়ে, জিকো, রেইনাল্ডো সমৃদ্ধ ব্রাজিল ইতালিকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে। ১৯৮২-এর বিশ্বকাপে ব্রাজিল দল ফের একবার একাধিক তারকা ফুটবলারকে নিয়ে স্পেনে খেতাব জয়ের লক্ষ্যে গমন করে। এই বিশ্বকাপে ফিফা ১৬টি দল থেকে বাড়িয়ে দলসংখ্যা ২৪টি করে। জিকো, সক্রেটিস, এডার, ফাল্কাও সমৃদ্ধ ব্রাজিল ১৯৭০ এর পর আরও একবার বিশ্বকাপ জেতার গন্ধ পাচ্ছিল। প্রথম গ্রুপ পর্বের কাটা খুব সহজেই পেরিয়ে যায় শক্তিশালী ব্রাজিল দল। দ্বিতীয় গ্রুপ পর্বে ব্রাজিল প্রথম খেলাতে মারাদোনার আর্জেন্তিনাকে হারাতে পারলেও, পাওলো রসির ইতালির কাছে ৩-২ ব্যাবধানে হেরে দেশে ফিরে আসে। ১৯৮৬ সালের বিশ্বকাপে ব্রাজিল আরও সুসংগত ভাবে একই দল নিয়ে ফিরে আসে। সুশৃঙ্খল ব্রাজিল দল গ্রুপ পর্ব এবং শেষ-১৬র পর্ব পেরিয়ে প্রবেশ করে কোয়ার্টার ফাইনালে। তবে এই পর্বে ব্রাজিলের বাঁধা হয়ে দাড়ায় মিশেল প্লাতিনির নেতৃত্বাধীন ফ্রান্স। নির্ধারিত সময়ে ১-১ স্কোরলাইনে শেষ হলেও পেনাল্টি শুট-আউটে ফের একবার হার হজম করে ব্রাজিল দল। এই বিশ্বকাপের কিছুদিনের মধ্যে বেশ কয়েকজন তারকা ফুটবলার অবসরে চলে যান। ১৯৯০ এর বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে ব্রাজিল দল আরও একবার শক্তিশালী দল গঠন করে। দুঙ্গা, রেনেতো গাউচো, জর্জিনহো, বেবেতো সহ একাধিক ফুটবলার দলে যোগ দেন এবং ফলস্বরূপ ৪০ বছর পর  ফের একবার ১৯৮৯ সালে কোপা আমেরিকা জয় করে ব্রাজিল দল। অনেক আশা নিয়ে ১৯৯০-এর বিশ্বকাপে  ইতালিতে যায় ব্রাজিল দল। তবে আরও একবার ব্রাজিল সমর্থকদের মন ভেঙে দিয়ে রাউন্ড অফ -১৬-এ গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন মারাদোনা নেতৃত্বাধীন আর্জেন্তিনার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল দল। এরই সাথে টানা ৫টি বিশ্বকাপে ফাইনালে যাওয়ার ছাড়পত্র জোগাড় করতে অক্ষম হয় ব্রাজিলীয় দল।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News