করোনা অতি মারির দুই বছর পর তৃণমূলের উদযাপিত শহীদ স্মরণ সভা

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকাল  ২১ জুলাই ধর্মতলায়  তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মহা সভা হয়েছে। করোনার জন্য দুটি বছর বন্ধ ছিল এই মহাসভা। তৃণমূলের শহীদ তর্পন অনুষ্ঠান ২৯ বছরে পা দিল। তৃণমূল সরকারের তৃতীয় বার  ক্ষমতায় আসার পর ২১ জুলাই উদযাপনের জন্য আগ্রহ প্রকাশ করলেও করোনা পরিস্থিতির জন্য তা পালন করা হয় ভার্চুয়াল।করনা অতিমারীর ভয়াবহ  পরিস্থিতি পেরিয়ে এ বছর তার প্রস্তুতি তুঙ্গে। শহীদ দিবস উপলক্ষে আজ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনায় বন্ধ যানচলাচল। সুন্দরবনের সমর্থকরা রওনা দিয়েছে কেউ ট্রলারে আবার কেউ টোটোতে করে।
ঝাড়গ্রাম জেলা এলাকার সমর্থকরা বুধবার রাত থেকেই যাত্রা শুরু করেছেন। গোপীবল্লভ পুরের কর্মীরাও কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রায় ৫০০ কর্মী সমর্থকরা ট্রেন ধরে রওনা দিয়েছেন। সঙ্গে নিয়েছেন প্রয়োজনীয় জল, ওষুধ পত্র, খাবার।
বনগাঁ স্টেশন থেকেও ট্রেনে করে রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। বনগাঁ সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি নারায়ণ  ঘোষের সঙ্গে বনগাঁ আটটা আটটি লোকাল ধরে রওনা দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী এবং সামর্থকেরা। কর্মী সমর্থকদের প্রয়োজনীয় খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছিল প্ল্যাটফর্মে। প্রায় পাঁচটি ট্রেন, ২০০ টি বাস, এবং কয়েক হাজার ছোট গাড়ি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
পূর্ব মেদিনীপুরের পাঁশকোরা কোলাঘাটের উপর দিয়ে  একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা ধর্মতলা যাচ্ছিলেন। বেলা যতবার ছিল কলকাতা যাওয়ার হিরিক ও  তত বাড়ছিল ট্রেন থেকে শুরু করে বাসের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন নেতা কর্মী সমর্থকেরা।

Journalist Name : অর্জুন দাস

Tags:

Related News