ঘরোয়া উপায়ে সারিয়ে তুলতে পারবেন পুড়ে যাওয়ার ক্ষত

banner

#Pravati Sangbad Digital Desk:

রান্নাঘরে যারা থাকি পুড়ে যাওয়া যেন তাদের সঙ্গে। কখনো গরম তেল ছিটে এসে কখনো বা গরম জিনিসে হাত পড়ে গেলে পুড়ে যায় কিন্তু পুড়ে যাওয়ার পর সেই দাগ উঠানো হয়ে যায় মুশকিল। বাজারে অবশ্য অনেক রকমের ক্রিম আছে তবে সেগুলো লাগিয়ে পুরোপুরি ফল কখনোই পাওয়া যায় না। এর চেয়ে বরং পোড়া দাগ নির্মূল করতে ঘরোয়া উপায়ই বেশি কাজ দিচ্ছে। বেশ কতগুলি ঘরোয়া টোটকা আছে যা পুড়ে যাওয়া দাগের উপর কাজ করে এগুলি হল :- 
গাজরের রস পেঁয়াজের রস বং বাদাম তেল যা প্রতিদিন পোড়া দাগের উপর লাগালে দাগটি আস্তে আস্তে মিলিয়ে যায়।
ওরা তাদের উপর খুব ভালো কাজ করে ল্যাভেন্ডার তেল একটি নরম এবং পরিষ্কার কাপড়ে কয়েক ফোটার ল্যাভেন্ডার তেল নিয়ে তা পোড়া দাগের উপর লাগালে সেটি মিলিয়ে আসতে পারে।টমেটো এবং আলুর রস যদি ত্বকের উপর লাগিয়ে রেখে দু'ঘণ্টা পর ধুয়ে ফেললে এটি কাজে দেয়। ডিম অনেক সময় ত্বকে জ্বালাপোড়া হলে তা সাড়িয়ে তোলে। পোড়া দাগের ক্ষেত্রে ডিমের হলুদ অংশ হালকা করে ভেজে যদি মধুর সাথে মিশিয়ে লাগানো যায় তাহলে তা কাজে দিতে পারে। এছাড়া মধুর সাথে হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে প্রতিদিন পোড়া দাগের উপর লাগালে দাগ আস্তে আস্তে মিলিয়ে যেতে পারে। সবথেকে সহজ উপায়ে হিসেবে পোড়া দাগের উপর যদি নারকেল তেল লাগানো যায় এটি পড়া জায়গায় আরামও দেয় এবং দাগও আস্তে আস্তে হালকা করে দেয়।

Journalist Name : sagarika chakraborty

Related News