করোনা পজেটিভ অনুব্রত মণ্ডল

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনায় আক্রান্ত গরু পাচার কান্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। বুধবার অনুব্রত মণ্ডলকে   আসানসোলের সিবিআই আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তাই আপাতত আসানসোল সংশোধনাগারই নতুন ঠিকানা কেষ্টর। বুধবার আদালতেই নিয়ম মাফিক টেস্টে করোনা ধরা পড়ে তার। আসানসোল সেলে আইসোলেশনে রাখা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কে। তাঁর জন্য একটি চৌকি ও একটি টেবিল ফ্যান এর ব‌্যবস্থা করেন জেল কর্তৃপক্ষ। প্রত্যহ অনুব্রত মে সমস্ত ওষুধ নেন এবং রাতে ব্যবহারের জন্য অক্সিজেন মাস্ক, নেবুলাইজার,  ইনহেলার সহ সমস্ত কিছু আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে, সেই দিকে নজর দিতে সংশোধনাগার সুপারিন্টেন্ডেন কে নির্দেশ দেন সিবিআই আদালত এর বিচারক রাজেশ চক্রবর্তী। সংশোধনাগারে একদম চুপচাপ ছিলেন তিনি। বেশ রাত পর্যন্ত জেগে থাকার পর ঘুমিয়ে পড়েন অনুব্রত মণ্ডল। এই সংশোধনাগারেই আছে একদা তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।

Journalist Name : Ruma Kar

Related News