পাকিস্তানের কাছে হেরে গেলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে ভারতের সামনে

banner

#Pravati Sangbad Digital Desk:

রবিবার দুবাইয়ে খেলা এই ম্যাচে ভারত উইকেটে ১৮১ রান করে। পাকিস্তান উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। উইকেটকাপার-ব্যাটার মহাম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে আশ্চর্যজনক ৫১ বলে ৭১ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৮১ রান। বিরাট কোহলি শেষ ওভারে রান আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ৬০ রান। ছাড়া রোহিত শর্মা ২৮ (১৬), লোকেশ রাহুল ২৮ (২০), দীপক হুডা ১৬ (১৪), ঋষভ পন্থ ১৪ (১২) সূর্যকুমার যাদব ১৩ (১০) রান করেন। হার্দিক পাণ্ডিয়া আউট হন শূন্য রানে। বলে রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত এদিন আগ্রাসী মেজাজেই ব্যাটিং শুরু করে। টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ারপ্লে- ওভারে সর্বাধিক রান করার পাশাপাশি দ্রুততম দলগত ৫০ ১০০ রান পূর্ণ করে। . ওভারে ৫০ রান করার পর ভারতের ১০০ আসে ১০. ওভারে। ১০ ওভারে স্কোর ছিল উইকেটে ৯৩। কিন্তু এরপর ভালোই কামব্যাক করেন পাকিস্তানের বোলাররা। শেষ পাঁচ ওভারে ভারত ৪৬ রান তুলতে সক্ষম হয়, উইকেট হারিয়ে। শেষ ওভারে হ্যারিস রউফের শেষ দুটি বলে দুটি চার মেরে ভারতকে ১৮০- উপর নিয়ে যান রবি বিষ্ণোই।


বিরাট কোহলির ৬০ রান যদি অহঙ্কার হয়, তা হলে মহম্মদ রিজওয়ানের ৭১ রানও ঔদ্ধত্যের চরম নিদর্শন। হার্দিক পান্ডিয়া রিজওয়ানকে ফিরিয়ে ব্রেক থ্রু দিলেও কাজের কাজ কিছু হয়নি। রিজওয়ান (৭১) মহম্মদ নওয়াজ (৪২) যতক্ষণ উইকেটে ছিলেন, সেইসময় থেকেই পাক দলের জয়ের প্রহর গোনা শুরু। শেষে এসে জিতিয়ে দিয়ে গেলেন শাহ ইফতিকার।

এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের শুরুতেই পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত। হাড্ডাহাড্ডি লড়াই করেও ম্যাচ বের করতে পারেনি রোহিত ব্রিগেড। এহেন পরিস্থিতিতে ভারতীয় সমর্থকদের একটাই চিন্তা, তাহলে কি এশিয়া কাপের ফাইনালে খেলা হবে না ভারতের (India Cricket Team)? ট্রফি না জিতেই দেশে ফিরে আসবে ভারতীয় দল? তবে বিশেষজ্ঞদের মতে, এখনই চিন্তার কিছু নেই। এশিয়া কাপের ফাইনালে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে ভারতের সামনে।

Journalist Name : Dipannita Thakur

Tags:

Related News