ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে কৌশলে জয় এসেছে

banner

#Pravati Sangbad Digital Desk:

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে কৌশলে জয় এসেছে, রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও সেই কৌশলই কাজে লাগাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। 'ইমপ্যাক্ট প্লেয়ার' ১৯ বছরের লেগ-স্পিনার সূযশ শর্মার উপর ভরসা করছে দল। ইডেনে অসাধারণ পারফরম্যান্স দেখানো বরুণ চক্রবর্তী, অভিজ্ঞ সুূনীল নারিনও আছেন।

    ৩ স্পিনারকে দিয়েই হার্দিক পান্ডিয়ার দলের ব্যাটিং লাইনআপে ধস নামাতে চাইছে কেকেআর। শনিবার কেকেআর-এর বোলিং কোচ ভরত অরুণ জানিয়েছেন, তাঁরা গুজরাটের বিরুদ্ধে ৩ 'মিস্ট্রি স্পিনার'-কে কাজে লাগাবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণ বলেছেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল চালু হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা ৩ জন মিস্ট্রি স্পিনারকে খেলানোর সুবিধা পাচ্ছি। রবিবারও আমরা সেভাবেই খেলব।'

ইডেনে আরসিবি-কে ১২৩ রানে অলআউট করে দেয় কেকেআর। আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান সূযশ। ৩ উইকেট নেন এই তরুণ স্পিনার। তাঁর প্রশংসা করে কেকেআর-এর বোলিং কোচ বলেছেন, 'ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে সূযশ শর্মাকে মাঠে নামানোর সিদ্ধান্ত অসাধারণ ছিল। রবিবারও আমরা এরকম কোনও সিদ্ধান্ত নিতে পারি। আমরা সূযশের মধ্যে সম্ভাবনা দেখেছিলাম। সেই কারণেই ওকে দলে নিই আমরা। ওকে দু'টি ম্যাচে খেলতে দেখি আমরা। ও সেই ম্যাচগুলিতে দারুণ পারফরম্যান্স দেখায়। ওর শুরুটা স্বপ্নের মতো হয়েছে। ও এরপর আরও অনেক সুযোগ পাবে। ওর দারুণ পারফরম্যান্স দেখানো উচিত। তবে ও পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে সেটা সময়ই বলে দেবে।'

প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ রানে হেরে গেলেও, পরের ম্যাচেই আরসিবি-কে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য দলের।

Journalist Name : Ashapurna Das Adhikary

Related News