জয়ের অপেক্ষায় প্রহর গুনছে ভারত, মাত্র ৫ উইকেট পেলেই কিউয়ি বধ হবে ভারতের হাতে

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ২৯শে নভেম্বর কানপুরের টেস্ট ড্র হওয়ার পর মুম্বাই টেস্টে জয়ের অপেক্ষাই টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের পর আবার টিমের হাল ধরেছেন কিং কোহলি। কাল প্রথম ইনিংসে ৩২৫ রানে অল-আউট হয়ে গেছিল টিম ইন্ডিয়া, ১০ টি উইকেট নিজের নামেই করেছিলেন কিউয়ি বোলার আজাজ প্যাটেল। তবে ভারতীয় বোলারদের দাপটে ৬২ রানেই গুটিয়ে যায় কিউয়িদের রান।

তৃতীয় দিনের খেলা শুরু। মাঠে নামলেন দুই অপরাজেয় ব্যাটসম্যান, মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৬৯, মায়াঙ্কের স্কোর ছিল ৩৮ এবং পূজারা ২৯ রানে নট-আউট ছিলেন। ২৫ ওভারের শেষে ভারতের স্কোর দাড়াই ৮৯, কোন উইকেটের পতন ঘটেনি। তৃতীয় দিনের শুরুতেই মায়াঙ্ক তার হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। ৩০ ওভারের শেষে ভারতের স্কোর ১০১। তবে কিছুক্ষণের মধ্যেই ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। আজাজ ঝড়ে নিজেকে সামলাতে পারলেন না মায়াঙ্ক। ৬২ রান করে ড্রেসিং রুমে ফিরে ফেলেন তিনি। মাঠে নামলেন শুভমন গিল। ৩৫ ওভারের শেষে ভারতের স্কোর ১১৪, এক উইকেটের বিনিময়ে। ৪৭ রান করে ঘরে ফিরে ফেলেন পূজারা, অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাত ছাড়া। তৃতীয় দিনের শুরুতেই দুটি উইকেট নিলেন মুম্বাইয়ের ঘরের ছেলে আজাজ প্যাটেল। মাঠে নেমে টিমকে ভরসা দিলেন ক্যাপ্টেন বিরাট। ৪৫ ওভারের শেষে ভারতের স্কোর ১৪১, উইকেটের বিনিময়ে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে ভারত তেলেছে ৭৩ রান। লাঞ্চ বিরতির পরে দ্বিতীয় সেশনের শুরুতে বিরাট আর গিলের কাঁধে ভর করে এগোচ্ছে টিম ইন্ডিয়া। ৫৫ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৪, দুই উইকেট হারিয়ে। শুভমন গিলের স্কোর ৪৩, আর কোহলি ২৬ রানে অল-আউট।  রচিন রবীন্দ্র আউট করলেন গিলকে, ৪৭ রানে ক্রিজ ছাড়তে বাধ্য হলেন গিল। মাঠে নামলেন তরুণ শ্রেয়াস, তবে বেশিক্ষণ তাকেও ক্রিজে থাকতে হয়নি, ১৪ রান করে আজাজ প্যাটেলের বলে আউট হন শ্রেয়াস। তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে আজাজ টে উইকেট নেন। ২৭৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় বিরাট। উইকেট হারিয়ে ভারতের স্কোর ২৭৬। দ্বিতীয় টেস্টে জেতার জন্য কিউয়িদের লক্ষ্য ৫৪০ রান।

মাঠে নামলেন কিউয়ি জুটি টম লাথাম এবং  উইল ইয়ং। চায়ের বিরতির আগেই জুটি ভাঙতে সক্ষম হয় ভারত, রান করে অশ্বিনের বলে আউট হয়ে  মাঠ ছাড়লেন টম লাথাম। ওভারের শেষে ভারতের স্কোর ১৩, উইকেটের বিনিময়ে। চায়ের কাপে চুমুক দিয়ে ফিরে এসে কিউয়ি ওপেনার ইয়ং কেও ক্রিজ ছাড়তে বাধ্য করলেন অশ্বিন, ২০ রান করে ফিরে যান ইয়ং। ২০ ওভার আসতে আসতেই টে উইকেট হারিয়ে বসে কিউয়িরা। অশ্বিন ইতি মধ্যেই টি উইকেট নিজের নামে করেছে, রস টেলর ফিরেছেন রান করে। ৩০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০৯/৩। তবে তৃতীয় দিনের  দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করলেন ড্যারেল মিচেল। তবে নিজের বোলিং কারিশ্মা দেখালেন  ভারতীয় বোলার অক্ষর প্যাটেল, ৬০ রান করে অক্ষরের বলে আউট হলেন মিচেল। ৪০ ওভার আসতে আসতেই নিউজিল্যান্ড তাদের টি উইকেট হারিয়ে ফেলে। ৪০তম ওভারে কিউয়িদের স্কোর ১৩৪, উইকেটের বিনিময়ে। কিছুক্ষণের মধ্যেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। ম্যাচ নিজেদের দিকে ঘোরাতে নিউজিল্যান্ডের দরকার এখনও ৪০০ রান আর ভারতের কিউয়ি বধের জন্য প্রয়োজন মাত্র উইকেট।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News