মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস অনুব্রত

banner

#Pravati Sangbad Digital:

মঙ্গলকোট মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলসহ ১৫ জন অভিযুক্তের বেকসুর খালাস দিলো আদালত। উল্লেখ্য, ২০১০ সালের রাজ্যে যখন বামফ্রন্ট সরকারের পতনের সময়, ঠিক তখনই অসন্তোষ, দাঙ্গা লাগানোর জন্য একাধিক মামলা হয়েছিল অনুব্রত মণ্ডলসহ আরও ১৪ জনের বিরুদ্ধে। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন সকলেই। যদিও এই ১৫ জনের মধ্যে একজনের মৃত্যু ঘটেছে আগেই। অনুব্রত মণ্ডলের পাশাপাশি হলফনামাই নাম ছিল বীরভূমের নানুনের তৃণমূল নেতা কাজল শেখ এবং তাঁর দাদা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজের। এদিন সকলেই মুক্তি পেয়েছেন মামলা থেকে। প্রসঙ্গত, গত আগস্ট মাসেই গরু পাচার, বেআইনি কয়লা পাচারসহ একাধিক বেনামি সম্পত্তি মামলার জন্য সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা সভাপতি। বর্তমানে তিনি রয়েছেন আসানসোলে জেল হেফাজতে। গ্রেফতারীর প্রথম দিনে তাঁর চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট থাকলেও বর্তমানে স্বমহিমায় রয়েছেন কেষ্ট। আগের থেকে বেড়েছে আত্মবিশ্বাস। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও চুপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রিয় কেষ্টর গ্রেফতারীর পরেই মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের বুথ কর্মীদের সম্মেলনে তিনি বলেন, “অনুব্রতকে বীরের সন্মান দিতে হবে। তাঁকে সন্মান দিয়ে জেল থেকে বের করে নিয়ে আসতে হবে।“ এরপরেই আজ অনুব্রত মণ্ডলের মুখে শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর গুণগান। তিনি বলেন, “দিদি পাশে কাছে, সেটাই যথেষ্ট”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News