গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল

banner

#Pravati Sangbad Digital Desk:

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অনুব্রত মণ্ডলকে গরু পাচারের মামলায় গ্রেপ্তার করেছে। অনুব্রত মণ্ডল অরফে কেষ্ট তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। গরু পাচার মামলার তদন্তের অংশ হিসাবে কেষ্টকে এর আগে দুবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। 2020 সালে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল এবং সিবিআই তদন্ত শুরু করার পরে তার নাম উঠেছিল। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে, ২০,০০০-এরও বেশি গবাদি পশুর মাথা সীমান্ত পেরিয়ে পাচার হওয়ার কারণে সীমান্ত নিরাপত্তা বাহিনী জব্দ করেছে।
অনুব্রত, এমনকি মেডিকেল চেক আপের কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করে একটি ইমেল পাঠিয়েছিলেন। যাইহোক, এসএসকেএম তাকে ভর্তি করতে অস্বীকার করার পরে, সিবিআই তাকে ১০ই আগস্ট বুধবারের জন্য একটি নতুন সমন জারি করে। হাসপাতালেও ব্যাপক নাটক শুরু হয় যখন কিছু লোক টিএমসি নেতাকে "গরু চোর" বলে চিৎকার করে। তাকে কলকাতার হাসপাতালে 'চোর চোর' বলে ডাকা হয়েছিল। গবাদি পশু চোরাচালান মামলায় জেলার বেশ কয়েকটি স্থানে সম্প্রতি সিবিআই অভিযানের লক্ষ্যবস্তু হয়েছে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকেও হেফাজতে নিয়েছে তদন্তকারী দল।

Journalist Name : Suchorita Bhuniya

Related News