এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ ঘনিষ্ঠ ২ প্রাক্তন এসএসসি কর্তা গ্রেপ্তার

banner

#Pravati Sangbad Digital Desk:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর এবার সক্রিয় হলো সিবিআই। বুধবার তাদের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ দুই এসএসসি কর্তা, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও ভারপ্রাপ্ত প্রাক্তন সচিব অশোক সাহা। সিবিআই লিস্টে প্রথম নাম টি ছিল শান্তি বাবুর। বুধবার নিজাম পালেস এ দীর্ঘক্ষণ জেরা করার পরই গ্রেপ্তার করা হয় দু' জন কে। সিবিআই এর দাবি, নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগে উঠেছে। সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন নি তাঁরা। এসএসসি দুর্নীতি মামলাতেই আজ, বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য কে ডেকে পাঠিয়েছি ইডি।
এসএসসি দুর্নীতিতে শান্তিপ্রসাদ ও অশোকবাবুর ভূমিকা নিয়ে প্রথম প্রশ্ন তোলা হয়েছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং এর পাশাপাশি উঠে এসেছে একাধিক বক্তব্য। রিপোর্টে বলা হয়েছে চাকরি দেওয়ার বেনিয়মের পদ্ধতি এবং এই দুই আধিকারিকের জড়িয়ে থাকার বিষয়টি। এরপর ইডি ও তাঁর বাড়িতে তল্লাশি চালায়। বিপুল পরিমাণ সম্পত্তি ও ব্যাঙ্ক ব্যালেন্স এর খোঁজ মেলে। তদন্তে জানা যায়, নিয়োগ সংক্রান্ত বিষয়ে নজরদারির জন্য উপদেষ্টা কমিটি তৈরি করেছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ বাবু। তিনিই তত্কালীন কমিটি র মাথায় বসান কালী প্রসন্ন সিনহা কে। সিবিআই এর হাতে আসা তথ্য কে কেন্দ্র করে ছোট শান্তি বাবু ছিলেন এই দুর্নীতির অন্যতম প্রধান। পার্থ বাবু নিয়োগের জন্য সুপারিশ পাঠাতেন তাঁর কাছে। সেই প্রমাণ হতে-নাতে পাওয়া যায় অর্থাৎ কাগজের চিরকুট উদ্ধার করা হয়। 
তাতে অনেক রকম অসঙ্গতি পূর্ণ তথ্য উঠে এসেছে। লেখা আছে কোন প্রার্থী কোন পদে নিযুক্ত হবে এবং কোন প্রার্থী কত টাকা পাবে। অভিযোগ করা হয়েছে এই সমস্ত কিছু দেখা শোনা করতেন তিনিই। নিয়োগের সব তালিকা থাকতো তাঁর কাছেই।

Journalist Name : Rima Mondal

Related News