Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

ফুটবলের যাদুকর এবং ভগবানের দ্বৈরথ

banner

#Pravati Sangbad digital Desk::

(সপ্তম পর্ব)
পেলে এবং মারাদোনা বিশ্ব ফুটবলে এই দুই কিংবদন্তির অবদান অনস্বীকার্য। পেলের সাম্বা শৈলীতে যেমন দুই দেশের যুদ্ধ থেমে যায়, ঠিক তেমনি মারাদোনার ড্রিবিলিং উগ্র দর্শকের মনেও হিমেল হাওয়া বইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যুগের পর যুগ এই দুই ফুটবলারের তুলনা চলেই আসছে। ব্রাজিলের যাদুকর যদি পেলে হন তাহলে আর্জেন্তিনার ভগবান মারাদোনা। 
১৯৫৬-১৯৭৭ সালের ক্যারিয়ারে পেলে স্থানীয় ক্লাব বাউরিতে ছাড়া জীবনের বেশিরভাগ সময়ে স্যান্টোস ক্লাবে কাটিয়েছেন। পেলে স্যান্টোসের হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮টি গোল করেছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে পেলে আমেরিকান ক্লাব কসমসের হয়ে ৬৪ ম্যাচ খেলে ৩৭টি গোল করেছেন। অপরদিকে,  মারাদোনা ১৯৭৬- ১৯৯৭ সালের বর্নময় ক্যারিয়ারে ৭টি আলাদা দলের হয়ে খেলেছেন যার মধ্যে বার্সেলোনা, নাপোলি এবং বোকা জুনিয়র্স উল্লেখ্য। মারাদোনা তাঁর ক্লাব ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে ৪৯১টি ম্যাচ খেলে ২৫৯টি গোল করেছেন। মারাদোনা ক্যারিয়ারে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন তাঁর অনিয়মিত জীবন এবং নিষিদ্ধ দ্রব্য সেবনের জন্য।
জাতীয় ক্যারিয়ারে মারাদোনা ৪টি বিশ্বকাপ সহ খেলেছেন ৯১টি ম্যাচ, যেখানে ৩৪টি গোল সহ জিতে নিয়েছেন ১৯৮৬-র বিশ্বকাপ সহ আর্টেমিও ফ্রেঞ্ছি কাপ। অপরদিকে, পেলে ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলে ৭৭টি গোল করার সাথে সাথে জিতে নিয়েছেন ৩টি বিশ্বকাপ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক খেতাব। 
মারাদোনা এবং পেলে উভয়ের ব্যাক্তিগত শিরোপার বিচার করলে হয়তো পেলে মারাদোনার থেকে কয়েক যোজন এগিয়ে থাকবে, কিন্তু যদি খেলোয়াড় হিসেবে বিচার করা হয় তাহলে বলতে হবে, উভয় খেলোয়াড় নিজেদের সময়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন। ব্যাক্তিগত ভালবাসার ওপরে এই দুই প্লেয়ারের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আর মুর্খামি ছাড়া আর কিছুই নয়। তাই যুগের পর যুগ এই দুই খেলোয়াড়ের যতই তুলনা হোক এই দুই মহান খেলোয়াড় তাঁদের স্কিলের নৈপুণ্য দিয়ে দর্শকের মনের মাঠে ফুল ফুটিয়ে যাবেন।

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News