বিহারের ভাগ্য নির্ধারণ আজ, নতুন মন্ত্রীসভার গঠনের প্রস্তুতি শুরু

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি ভারতীয় জনতা পার্টির হাত ছেড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহাগঠবন্ধনে সামিল হবে বিহারের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, আজও নতুন মন্ত্রীসভার গঠন হবে বিহারে। বিগত সাতবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আজ অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। অন্যদিকে ডেপুটি সিএম হতে পারেন তেজস্বী যাদব। ইতিমধ্যে বিহারের রাজভবনে পৌঁছে গিয়েছে নতুন মন্ত্রীদের তালিকা। সেই তালিকাই রয়েছে জনতা দল, আরজেডি, কংগ্রেস এবং জেডিএউ মিলিয়ে মোট ৩১ জনের নাম। উল্লেখ্য, বিহারের মন্ত্রীসভায় সর্বোচ্চ সীমা ৩৬ জনের, তবে আপাতত ৩১ জনই শপথ নেবেন মন্ত্রী হিসাবে। জনতা দলের পক্ষ থেকে ১৬ জন এবং জেডিএউ-র পক্ষ থেকে ১১ জন বিধায়ক তাছাড়া, কংগ্রেস এবং হিন্দুস্তান আওয়াম মোর্চার পক্ষ থেকে বিধায়করা শপথ নেবেন বিহারের নতুন মন্ত্রী হিসাবে। তবে কোন বিধায়ক কোন দফতর পাবেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সম্ভবত সরকারের অর্থ দফতরের দায়িত্ব সামলাবেন তেজস্বী যাদব নিজেই, পাশাপাশি নীতীশ কুমারের হাতে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন রাকেশ কুমার, শাকিল আহমেদ। আরজেডির পক্ষ থেকে থাকবেন সুরেন্দ্র যাদব, শশী ভূষণ সিং, ভূদেব চৌধুরী, অনিতা দেবী, আলক মেহতা, সুধাকর সিং, তেজ প্রতাপ যাদবসহ বেশ কয়েকজন বিধায়ক।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News