আজ থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় পর্ব, ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিমের হাল ধরবে কোহলি

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ২৫শে নভেম্বর কানপুরের গ্রিনপার্ক ময়দানের কালো পিচে শুরু হয়েছিল ভারত বনাম কিউয়ি যুদ্ধ। ৫ দিনের টেস্ট সিরিজের অন্তিম দিন অর্থাৎ ২৯শে নভেম্বর শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচ। আর আগামিকাল ৩রা ডিসেম্বর মুম্বাইএর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট সিরিজ। ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ড্র হওয়ার পর টানা ৩ টেস্ট জিতেছে ভারতীয় দল। তারপর দীর্ঘ পাঁচ বছর পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরছে টেস্ট। প্রথম টেস্টে মাত্র ১ উইকেটের জন্য ভারতের হাত ফসকে গিয়েছিল জয়। তবে দ্বিতীয় টেস্টে সামাল দিতে মাঠে নামছেন কিং কোহলি। দ্বিতীয় সিরিজে পাখির চোখ থাকবে সিরিজ জয়ে। প্রথম ম্যাচে দলে ফিরেও রান পাননি মায়াঙ্ক আগারওয়াল, শুভমন গিল কাঁধে চোটের জন্য ছিটকে গেছিলেন ম্যাচ থেকে, তবে নবাগত শ্রেয়াসের ব্যাটিং মুগ্ধ করেছিল ক্রিকেট প্রেমিদের। সাথে ছিল অক্ষর প্যাটেল এর দুর্ধর্ষ বোলিং। সুতরাং এটা বলাই যায় মুম্বাইএর দ্বিতীয় সিরিজের মূল লক্ষ্য কিন্তু এই দুইজনেই। যদিও অধিনায়কের হাতেও আন্তর্জাতিক ক্রিকেটে কোন শতরান হয়নি দীর্ঘ দুই বছর। বোলিং লাইনে অশ্বিন, জাদেজা, অক্ষরের সাথে ছন্দে রয়েছেন ইশান্ত শর্মা আর উমেশ যাদবও।


কানপুরের কালো পিচের টেস্টে কিউয়িরা অল্পের জন্য রক্ষা পেলেও তারা একেবারে চিন্তা মুক্ত মোটেও নয়। টম লাথাম আর উইল ইয়ং ছাড়া তেমন কারোর ব্যাটেই রান আসেনি। তাও দ্বিতীয় ইনিংসে তাড়াতাড়ি ড্রেসিং রুমে ফিরে যেতে হয়েছিল ইয়ংকে। বোলিং লাইনে সাউদির পাশাপাশি কাউকো দেখতে পাইনি টিম নিউজিল্যান্ড। মুম্বাইএর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত মত ২৫টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে ৮ বার ইংল্যান্ডের বিরুদ্ধে, ১১ টি ম্যাচ যেতে ভারত, ৭টি ড্র আর বাকি সাতটিতে হাড়। ১৯৮৮ সালে ভারত সফরে এসে কিউয়িরা জিতে ফেরে, তারপর থেকে ভারতের মাটিতে আর জয় লাভ করেনি নিউজিল্যান্ড।


তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ভাবাচ্ছে বৃষ্টি। ভারতীয় অধিনায়ক জানিয়েছেন পিচের পরিস্থিতি খতিয়ে দেখে তবেই প্রথম ১১ জন নির্বাচন করা হবে। বুধবার ১ ডিসেম্বর মুম্বাইয়ে প্রবল বৃষ্টি হয়েছে দিনভর, হাওয়া অফিসের আশঙ্কা আজ প্রথম দিন সামান্য বৃষ্টি হবে, তবে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে বেলা বারার সাথে সাথে রোদ ঝলমলে আকাশ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকালের দিকে মেঘের পরিমান অনেকটাই কমে আসবে। অন্যদিকে বৃষ্টির জন্য বুধবার ওয়াংখেড়ের পিচ থেকে কভার সরান হয়নি।


অপরদিকে কিউয়িদের প্লাস পয়েন্ট জেমস প্যামেন্ট দীর্ঘদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন, তার কাছে এই পিচ নতুন নয়। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে নিউজিল্যান্ড। রণকৌশল তৈরিতে জেমস এর পরামর্শকে তারা গুরুত্ব দিচ্ছেন। কিউয়িদের দলে আছেন আরও একজন যিনি আদতে ভারতীয়, আজাজ প্যাটেল। মুম্বাইএর বাসিন্দা আজাজ প্যাটেল জন্মের কিছু বছর পরেই নিউজিল্যান্ড পারি দেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “মুম্বাইএর সাথে আমার আলাদা যোগ আছে, অতিমারির করা নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি পরিবারের কারোর সাথে দেখা করতে পারছেন না, কিন্তু তারা সুযোগ পেলে অবশ্যই মাঠে আসবে”। তবে মুম্বাইয়ের উইকেটে যে বাউন্স থাকবে তা বলাই যায়। ওয়াংখেড়ের লাল মাটির পিচে সুযোগ পাবে স্পিনাররাও, তবে অতিবৃষ্টির কারণে খেলা ঘুরে যেতেও পারে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News