যে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডাকাতির মামলায় গ্রেফতার হন, সেখানে গরু পাচার ছোট ব্যপার- কটাক্ষের সুর উদয়ন গুহর গলায়

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল গরু পাচার মামলা নিয়ে। ইডি, সিবিআই-এর র‍্যাডারে একে এক নাম জড়াতে শুরু করেছে রাজ্যের মন্ত্রীদের। গত জুলাই মাসেই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গ্রেফতার হয়েছেন সরকারি আধিকারিকরাও। গত সপ্তাহেই গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর বীরুধে অভিযোগ গরু পাচারের, সাথে রয়েছে অবৈধ কয়লা পাচার-সহ পাথরের খাদানের। শাসক দলের বর্তমান অবস্থা নিয়ে কটাক্ষের সুর চরিয়েছেন বিরোধীরাও। তবে এবার উত্তবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “যে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডাকাতির মামলায় গ্রেফতার হন, সেখানে গরু পাচারের মতো ব্যপার তেমন বড় কিছু নয়”। উল্লেখ্য, সোনার দোকানে ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। ৪২ দিন কাটিয়েছেন জেলেই। বর্তমানে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী নেতাদের গ্রেফতারিতে কার্যত কটাক্ষের তির তৃণমূলের দিকে। এবার তারই প্রতিক্রিয়াতে এমন মন্তব্য করেলন উদয়ন গুহ। তৃণমূল বিধায়ক আরও জানিয়েছেন, “ইডি, সিবিআই-এর স্বাধীনতা আছে। তাঁরা তদন্ত করতেই পারে, কিন্তু নিরপেক্ষ তদন্ত করতে হবে”। তিনি আরও বলেন, “ বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের আওতার মধ্যে পরে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের কেন ডাকা হচ্ছে না”। অন্যদিকে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বক্তব্য, “উদয়ন গুহের লোকেরাই গরু পাচার করতেন। তিনিও এই চক্রের সাথে জড়িত, তাই এই ধরণের কথা বলছেন”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

দেশ
Related News