সম্পত্তি বৃদ্ধির মামলা তাড়াতাড়ি নিষ্পত্তি চেয়ে আদালতের দারস্ত তিন হেভিওয়েট মন্ত্রীর আইনজীবীরা

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্পত্তি বৃদ্ধির মামলায় আদালতকে পুনবিবেচনার আর্জি রাজ্যের তিন মন্ত্রীর আইনজীবীর। তিন মন্ত্রীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ বিশ্বাসের নাম। এদিন মন্ত্রীদের আইনজীবীরা মামলার দ্রুত নিষ্পত্তি চেয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালে রাজ্যের বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর নামে সম্পত্তি বৃদ্ধির মামলা রজু হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্জ ইতিমধ্যেই মামলায় ইডি-র হস্তক্ষেপের দাবিও করেছেন। এবার সেই রায় পুনবিবেচনার দাবি জানাল রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রীর আইনজীবীরা। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। দুই বাঘা নেতার হেফাজত কার্যত ঘাসফুল শিবিরকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। তবে শুধু শাসকদল নয়, সম্পত্তি বৃদ্ধির মামলায় নাম জড়িয়েছে ১৩ জন সিপিএম নেতা-সহ ৯জন কংগ্রেস নেতা এবং ৪ জন বিজেপি নেতারও। যদিও সংখ্যার নিরিখে বলতে গেলে অনেকটাই এগিয়ে শাসকদল, আদালতের কাছে জমা পড়েছে ১৯ জন নেতা-মন্ত্রীর নাম। নাম জড়িয়েছে সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো বাম আমলের প্রাক্তন মন্ত্রীদের। কংগ্রেসের দিকে গেলে আবু হেনা, নেপাল মাহাতো-সহ অধীর রঞ্জন চৌধুরীর নাম জমা পড়েছে আদালতের কাছে। পাশাপাশি গেরুয়া শিবিরের ফণীভূষণ মাহাতো, সুধীর কুমার পাণ্ডের মতো নেতাদের নাম জড়িয়েছে সম্পত্তি বৃদ্ধির তালিকায়। 
 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News