বীর যোদ্ধার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ

banner

#New Delhi:

বায়ুসেনার সুলুর ঘাটি থেকে পাইলত সহ ১৪ জন যাত্রী নিয়ে ওয়েলিংটন সেনা ঘাটির উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ু সেনার এমআই17 কপ্টার। কপ্টারে সস্ত্রীক ছিলেন ভারতের প্রথম চিপ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সেনা সুত্রে জানা গেছে কপ্টারে সেনা সর্বাধিনায়ক ছাড়াও বেশ কয়েকজন সেনা কর্তাও ছিলেন। দুপুর ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুর নীলগিরি পর্বতের কাছে কুন্নুরের জঙ্গলে হঠাৎ ঘটে যায় এক দুর্ঘটনা, ভেঙ্গে পরে বায়ু সেনার কপ্টার। মাটিতে পরে আগুন ধরে যায় তাতে। দুর্ঘটনার পরেই বায়ু সেনার পক্ষ থেকে কপ্টার ভেঙ্গে পড়ার ঘটনাটি জানানো হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ, ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েক জনের। সুলুর সেনা ঘাটি থেকে ওয়েলিংটন সেনা ঘাটির দূরত্ব ৫০ কিলোমিটার, এই পথ অতিক্রম করতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগার কথা, কিন্তু তার মধ্যেই ঘটে যায় বিপত্তি। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে তড়িঘড়ি উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই সোরগোল পরে যায় সর্বস্তরে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রধান মন্ত্রী সবাই বিচলিত হয়ে পরে। সিডিএস বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করে একের পর এক টুইট করেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব। ধীরে ধীরে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। শেষ পর্যন্ত বায়ু সেনার পক্ষ থেকে আজ সন্ধ্যে ৬টা নাগাদ টুইট করে জানানো হয় প্রয়াত হয়েছেন ভারতের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত।


১৯৫৮ সালের ১৬ই মার্চ উত্তরাখান্ডের এক গ্রামে জন্ম প্রয়াত বিপিন রাওয়াতের। ছোট থেকেই সেনার সাথে নিবিড় যোগ, কারণ বাবা লক্ষন সিং রাওয়াত  ছিলেন সেনাবাহিনীর একজন জেনারেল। শিমলাই স্কুল জীবন শেষ করে যোগ দিয়েছিলেন দেরাদুনে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। ১৯৭৮ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে কমিশন হওয়ার পরে বিপিন যোগ দেন গোর্খা রাইফেলসে। শুরু হয় এক বীর যোদ্ধার পথ চলা। এরপর একের পর এক কোম্পানির দায়িত্ব সামলেছেন তিনি। কর্মজীবনে রাষ্ট্রীয় রাইফেলসের ব্রিগেডের মতো পদ সামলেছেন তিনি। শুধু দেশেই নয় দেশের বাইরেও কঙ্গতে শান্তিরক্ষা অভিযানেও দায়িত্ব সামলে ছিলেন তিনি। সাহসিকতা আর শত্রুর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার জন্য আর্মি উর্দিতে এসেছে একের পর এক মেডেল। পুরস্কারের তালিকাই রয়েছে বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল, উত্তম যুদ্ধ সেনা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল এছাড়া আরও কত কি। মায়ানমারের সার্জিক্যাল স্ট্রাইকের মতো দুর্ধর্ষ অপারেশনের মাথাও ছিলেন তিনিই। ২০১৬ সালে ভারত বিপিন রাওয়াতকে পাই তার ২৬তম স্থল সেনা প্রধান হিসাবে। তার পরেই ২০১৯ সালের ডিসেম্বর ভারতের প্রথম সিডিএস পদে যোগদান করেন জেনারেল বিপিন রাওয়াত।  কিন্তু সাহসী বীর যোদ্ধার এই করুন পরিনতি হবে কেই বা জানতো।


জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধান মন্ত্রী বলেন, “ জেনারেল রাওয়াত একজন প্রকৃত দেশ প্রেমি ছিলেন। তার অবদান কোনদিন ভোলার নয়, তার অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শকাহত”। ৮ই ডিসেম্বর পছন্দের উর্দিতেই মৃত্যু হয় তার। তার মতো বীর যোদ্ধার অকাল প্রয়াণে শকস্তব্ধ গোটা দেশ। ৬৩ বছর বয়সে জীবনাবসান ঘটে তার।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News