নেত্রীর বার্তা পেয়ে চেনা ছন্দে কেষ্ট

banner

#Pravati Sangbad Digital Desk:

“অনুব্রতকে বীরের সন্মান দিয়ে জেল থেকে বের করে আনতে হবে”, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু তাতে কি! দিদি পাশে আছে আর কি চাই। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ২৪ ঘণ্টা পেরনোর আগেই নিজদের আগের ভঙ্গিতেই দেখা গেল জেলবন্দী অনুব্রতকে। গতকাল মঙ্গলকোট মামলার শুনানির জন্য অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয়েছিল বিধাননগরের বিশেষ বিধায়ক আদালতে। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পাই অনুব্রত মণ্ডলসহ আরও ১৪ জন অভিযুক্ত। ঠিক তারপরেই নিজের পুরনো মেজাজেই দেখা গেল কেষ্টকে। তৃণমূল নেত্রীর বক্তব্য তাঁকে যেন নতুন করে বাঁচার রসদ খুঁজে দিয়েছে। গত মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলার পাশাপাশি একাধিক বেনামি সম্পত্তি রয়েছে তাঁর নামে। যদিও সিবিআইকে সাহায্য করছেন না অনুব্রত, সূত্রের দাবি এমনটাই। অন্যদিকে কাল বিধাননগর আদালত থেকে বেরিয়ে আসার সময় অনুব্রত মণ্ডল বলেন, “সত্যের জয় হয়েছে। আমাকে মিথ্যে ফাঁসানো হয়েছিল”। অন্যদিকে তিনি আরও বলেন, “জেলে কেউ বেশী দিন থাকে না, আমিও ঠিক ছাড়া পাবো”, তিনি আরও বলেন, “দিদি পাশে আছে আর কিছু দরকার নেই”। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুব্রত মণ্ডলের মেজাজকে আরও একটি শান দিয়েছে। এদিন অনুব্রত মণ্ডলকে পঞ্চায়েত ভোটের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলেন, “ভালো ভাবেই ভোট হবে”।


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News