মহালয়ার আগে আবারও রাজ্যে নিম্নচাপের প্রকোপ, পুজোর প্রস্তুতি মাটি করতে পারে বৃষ্টি

banner

#Pravati Sangbad Digital Desk:

পুজোর আগে রাজ্যে ফের নিম্নচাপের ভ্রূকুটি। আগামীকাল রবিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। যা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের অভিমুখ উড়িষ্যার দিকে হলেও এ রাজ্যে ভালোই প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।


 অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংসহ একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত তৈরি হবে নিম্নচাপে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়ার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যার জেরে বিঘ্নিত হবে পুজোর শেষ প্রস্তুতি। উল্লেখ্য, চলতি সপ্তাহেই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির দেখা মিলেছে। গতকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। পাশপাশি গত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, চলতি বছর সেইভাবে বর্ষার দেখা পাইনি রাজ্যবাসী, তবে বিক্ষিপ্ত নিম্নচাপের ফলে সেই খামতি কিছুটা হলেও পূরণ হয়েছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, গত দুই বছর করোনার কারণে সেইভাবে উৎসবের মেজাজ পাইনি বাংলা। তবে চলতি বছর অনেকটাই সুস্থের পথে রাজ্য, সেই কারণে চারিদিকে সাজসাজ রব। যদিও পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।  

Journalist Name : Sabyasachi Chatterjee