Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

চোখের সফল অস্ত্রোপচার শেষে টানা ২৫ দিন পর দেশে ফিরলেন অভিষেক বন্দোপাধ্যায়

banner

#Pravati Sangbad Digital Desk :

দীর্ঘ ২৫ দিন পর কালীপুজোর দিন আমেরিকা থেকে জটিল অস্ত্রোপচার করিয়ে বাড়ি ফিরলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকা গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। এই নিয়ে গত ছয় বছরে সাতবার চোখের অপারেশন হলো অভিষেক বন্দোপাধ্যায়ের। এর আগেও হাইদ্রবাদ এবং সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি, কিন্তু সফল হয়নি অস্ত্রোপচার। বারবার অস্ত্রোপচার সত্ত্বেও কিছু সমস্যা থেকেই গিয়েছিল তৃণমূল সংসদের। 
ঘটনাটি ঘটেছিলো ২০১৬ সালে। দলের দলীয় কর্মীসভা সেরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতা আসছিল অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়। সেই সময় সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। আচমকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে সাংসদের গাড়ি। মুরহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায়, স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ কর্মীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অভিষেক বন্ধোপাধ্যায়কে। চিকিৎসকরা জানায়, তার বাঁ চোখের নিচের হাত ভেঙে গিয়েছে। 

তারপরে চলে অস্ত্রোপচার, কিন্তু মাঝে মধ্যেই সমস্যা দেখা দিত তার। তাই এবার সোজা আমেরিকা গিয়ে অভিজ্ঞ শল্য চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করালের সাংসদ। সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নিজের ট্যুইটার হ্যান্ডেল অভিষেক বন্দোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “অভিষেক বন্দোপাধ্যায়ের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি বর্তমানে ভালো আছেন”। তারপরেই আজ সকালে বাড়ি ফিরে আসেন মুখ্যমন্ত্রী ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দোপাধ্যায়। আজ রাজ্যে দেবী শক্তির আরাধনা, কালী আরাধনা মুখ্যমন্ত্রীর বাড়িতেও। কিন্তু খানিকটা নিয়ম মেনেই থাকতে হবে তৃণমূল সাংসদকে। 
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News