ফের তিন দিনের জন্য বন্ধ হতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির কিন্তু কেন?? জানুন বিস্তারিত।

banner

#Puri:

ভারতে ক্রমেই থাবা চওড়া হচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের। ইতিমধ্যে দেশে ৩২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক শিশুও রয়েছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা অবলম্বন করে টানা তিনদিন পুরীর জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২ জানুয়ারি পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান কৃষ্ণ কুমার।

করোনা আবহে গত বছরের মার্চ মাস থেকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা বন্ধ ছিল ভক্তদের জন্য। একটানা ৯ মাস বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বর মাসে কোভিডবিধি মেনে মন্দিরের দরজা খোলা হয় ভক্তদের জন্য। এবার দেশে ওমিক্রনের থাবা চওড়া হতেই ফের তিনদিনের জন্য মন্দিরের দরজা বন্ধ হতে চলেছে।


মন্দির প্রশাসনের প্রধান কৃষ্ণ কুমার বলেন, বিপুল সংখ্যক ভক্তের সমাগম আটকাতে আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মন্দির বন্ধ রাখা হবে। পরের দিন অর্থাৎ রবিবার মন্দির বন্ধ থাকবে স্যানিটাইজেশনের কাজ করার জন্য। এই তিন দিন ভক্তদের জন্য জগন্নাথ-দর্শন বন্ধ থাকবে।

ফি বছর নতুন বছর শুরুর দিন লক্ষ লক্ষ ভক্ত মন্দির দর্শন করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য। এই করোনা পরিস্থিতিতে যা উদ্বেগের। এই অবস্থায় নতুন বছরে ভক্তদের দর্শনের অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে মিটিং হয়। সেখানেই ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 


প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানতেই দেশের চার ধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করেছিল সে রাজ্যের সরকার। করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই ৩ মাস পর ১২ অগাস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ অগাস্ট শুধুমাত্র সেবক ও তাঁদের পরিবাররাই দর্শনের সুযোগ পান।

দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ অগাস্ট, শনি ও রবিবার বন্ধ থাকার পর ২৩ অগাস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে যায়। সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয় কড়া বিধি মেনে। 

মন্দির কমিটির তরফে জানানো হয়, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে দর্শন। সপ্তাহে ৫ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে।

Journalist Name : Sangita Rana

Related News