দেশে চালু ৫জি পরিষেবা, আপাতত বড় শহরে পরিষেবা মিললেও দেশের সর্বত্র মিলবে খুব শীঘ্রই

banner

#Pravati Sangbad Digital Desk:

২০১৭ সালে দেশে প্রথম ৫জি ইন্টারনেট পরিষেবা চালুর প্রথম ধাপ নেওয়া হয়েছিল। দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচ পাঁচটা বছর। অবশেষে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির প্রগতি ময়দানে আনুষ্ঠানিকভাবে চালু করলেন ৫জি ইন্টারনেট পরিষেবা। তবে আপাতত মুম্বাই, দিল্লি, কলকাতা, হাইদ্রাবাদ, পুনের মতো ১৩টি মেট্রো সিটিতেই মিলবে এই পরিষেবা। পরবর্তী ধাপে আসতে আসতে ছোট শহরে আসবে ৫জি পরিষেবা। তবে এই ৫জি পরিষেবার সবথেকে বড় প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সমীক্ষার রিপোর্ট বলছে, ২০২৩ সাল থেকে ২০৪০ সালের মধ্যে ভারতের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আসবে, যার প্রধান কারণ এই ৫জি নেটওয়ার্ক পরিষেবা।

 

তবে শুধু অর্থনীতি নয়, উন্নত হবে প্রযুক্তি। আপাতত দেশের বড় শহরগুলিতে মিললেও খুব দ্রুত ছোট শহরেও আসবে। জানা গিয়েছে প্রাথমিক ভাবে দেশে দুটি ভিন্ন মোডে ৫জি পরিষেবা চালু করা হয়েছে। যার মধ্যে একটি স্ট্যান্ড অ্যালোন এবং অন্যটি নন স্ট্যান্ড অ্যালোন। ৪জি নেটওয়ার্কের গতি ছিল সর্বোচ্চ ১০০ এমবিপিএস সেখানে নতুন ৫জি নেটওয়ার্কের গতি ১০ জিবিপিএস। অর্থাৎ চোখের পলক পড়তে না পড়তেই ডাউনলোড হবে একটি গোটা সিনেমা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News