Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

গুলিবিদ্ধ হওয়ার পরেও নিরন্তর লড়াই সেনাবাহিনীর সারমেয় 'জুম' এর ... শেষমেশ খতম দুই জঙ্গি

banner

#Pravati Sangbad Digital Desk:

জঙ্গিদের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই সেনাবাহিনীর সারমেয় 'জুম' এর। পরপর দুটি গুলি খাওয়ার পরেও দমে যায়নি জুম। জঙ্গিদের নিরস্ত্র করতে করেছে নিরন্তর লড়াই। এ ঘটনা জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার। সোমবার জম্মু-কাশ্মীরের ওই অঞ্চলে সেনাবাহিনী - জঙ্গি সংঘর্ষে এভাবেই বীরত্বের পরিচয় দিয়েছে ওই সারমেয়। সূত্রের খবর, রবিবার অনন্তনাগ জেলার তাংপাওয়া এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনা। সেইমত রাতের দিকে সেনাবাহিনীর তরফ থেকে ওই অঞ্চলে চালানো হয় জঙ্গি বিরোধী অভিযান। জানা যায় বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির এই সারমেয় কে সঙ্গে নিয়েই চলেছিল অভিযান। রবিবার রাত থেকেই শুরু হয় গুলির লড়াই। সেনার গুলিতে খতম হয় বেশ কয়েকজন জঙ্গি। দ্বিতীয়বারের পর্যবেক্ষণে সেনাবাহিনীর তরফে পাঠানো হয় জুম-কে। হঠাৎই একটি ঘরের মধ্যে থেকে জঙ্গিরা ওই সারমেয়-র উদ্দেশ্যে পরপর দুটি গুলি ছোড়ে। গুলির আঘাতে রক্তাক্ত হয় জুম। তবুও থামেনি সে। জঙ্গিদের নিরস্ত্র করতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ লড়াইয়ে রীতিমত ধরাশায়ী করে ফেলে দুই জঙ্গিকে। ঠিক সেই সুযোগেই সেনাবাহিনীর গুলিতে খতম হয় ওই দুই জঙ্গি। এরপর এক মূহুর্তের জন‌্য‌ও সময় নষ্ট করতে চায়নি ভারতীয় সেনা। আশঙ্কাজনক অবস্থায় তৎক্ষণাৎ জুম-কে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে তার চিকিত্‍সা চলছে শ্রীনগরের সেনাবাহিনীর পশু হাসপাতালে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে একমাত্র জুম-এর জন্যই তারা ওই জঙ্গিদের খতম করতে সক্ষম হয়েছে। সূত্রের খবর স্পেশাল অপারেশনে ব্যবহৃত অন্যান্য কুকুর দের তুলনায় জুম অনেক বেশি প্রশিক্ষিত। যুদ্ধের পাশাপাশি ঘর পরিষ্কারের কাজেও তার আছে সমান দক্ষতা। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে জুম এর এই দুঃসাহসিক পরিচয় পেয়ে অত্যন্ত খুশি ভারতীয় সেনা। ভারতীয় সেনার অন্তর্গত এই সারমেয় কে 'কুর্নিশ'।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Uddyaloke Bairagi

Related News