বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ ও ৫০ শতাংশ ছাড়

banner

#Pravati Sangbad Digital Desk:

কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্য সাথী মতো অনেক প্রকল্পই করেছে আমাদের রাজ্য সরকার এর ফলে এই প্রকল্পের প্রতি বেশ অনেকটা অর্থ ব্যয় হয়েছে রাজ্য সরকারের। তার মধ্যে বিদ্যুৎ বিলের বকেয়া ৫০ শতাংশ ছাড় কি ক্ষতি করবে না রাজ্যের অর্থ ব্যবস্থা কে? প্রতিবার দুয়ারে সরকারের মতো এবারও দুয়ারের সরকার প্রকল্প করা হয়েছে  সেখানে এখানে খাদ্যশাস্তি স্বাস্থ্য সাথী ও লক্ষীর ভান্ডার ছাড়াও বিদ্যুতের বকেয়া বিল মেটানোর প্রকল্প চালু হয়েছে সেই বকেয়া বিল পরিষদের রাজ্য সরকার ৫০ শতাংশ ছাড় দিচ্ছে।
কিছুদিন আগেই গেছে দুর্গাপূজা সেই ক্ষেত্রে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে তাতেও ছিল বিদ্যুৎ বিলের ৫০% ছাড়। আর এখন বকেয়া বিলের ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে রাজ্য সরকার এর ফলে কি বন্টন সংস্থা গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে না একেবারে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়ার ফলে রাজ্যের অর্থ ব্যবস্থা তেও এর প্রভাব পড়তে পারে। তবে একদিক থেকে খুশি বন্টন সংস্থাগুলি ৫০ শতাংশ ছাড় দেওয়ার ফলে অনেক বকেয়া বিল পরিশোধ হয়ে যাচ্ছে একেবারে অনেক বিল পরিশোধ হয়ে গেলে একদিকে উপকৃত হচ্ছে বন্টন সংস্থা।
২০১৮ সালের ৩১ শে ডিসেম্বর থেকে বাকি থাকা বকেয়া বিল এর ওপর ৫০ শতাংশ ছাড় দেয়া গৃহস্থলী ও কৃষি কাজের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হচ্ছে এর মধ্যে কৃষির পাম্প এর কাজ ও সাচের কাজও আছে।
আমাদের দৈনন্দিন চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান, সেরকমই বিদ্যুৎ ও আমাদের জীবনে একটা বেশ গুরুত্বপূর্ণ চাহিদা অনেকের ক্ষেত্রেই বিদ্যুৎ বিল ঠিক সময় পরিশোধ না করার জন্য বৈদ্যুতিক সংযোগ বাতিল করে দেওয়া হয়। এই প্রকল্পে পঞ্চাশ শতাংশ বিদ্যুৎ ছাড় দিলে অনেকের পক্ষে আবার বিদ্যুৎ সংযোগ করা সম্ভব হবে।  অনেক ক্ষেত্রে অনেকেরই কৃষি বিল অনেক বকেয়া পড়ে থাকার কারণে তাদের জন্য এই পঞ্চাশ শতাংশ ছাড় অনেকেই লাভজনক।তবে যারা ঠিক সময় বিল পরিশোধ করে দেয় এই প্রকল্পের সুবিধা থেকে তাদেরকে বাদ দেওয়া হল না। এরকম হলে তো এরপর তারাও  তাদের বিল বকেয়া রেখে দেবে।
তবে এবারের দুয়ারের সরকারে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী পাশাপাশি বকেয়া বিল মেটানোর আবেদন হয়েছে প্রচুর বাড়িও কৃষিকাজে ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সুদ সমেত বিলের ৫০ শতাংশ মুকুট। বাদ যাবে সমস্ত রকমের সার চার্জ। বাকি ৫০ শতাংশ বিল একেবারেই মিটিয়ে দিতে হবে এর ফলে বন্টন সংস্থাগুলির বাকি থাকা বকেয়া বিলের অনেকটাই পরিশোধ হবে একসঙ্গে অনেক টাকা ভান্ডারে আসবে, আর ৫০ শতাংশ ছাড় দেওয়ার ফলে অনেকেরই তাদের বাকি থাকা বকেয়া বিদ্যুৎ বিল  পরিশোধ করতে পারবে।
মঙ্গলবার শিবিরে ২,৭৯১ টি এই শিবির হয়েছে দুয়ারে সরকারে তাতে লোক হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩৩৫ জন তবে ভালই সাড়া ফেলেছে দুয়ারে সরকারের এই বকেয়া বিল পরিষদের ব্যাপারটা। বিদ্যুতের বিল পরিশোধের সঠিক সময় পার হয়ে যাবার পর ১৫ দিনের মধ্যে বিল জমা দিতে হয়। এই প্রকল্পের ফলে অনেকেরই সেই দিকে সুবিধা হয়েছে।

Journalist Name : Suparna Kundu

Tags:

Related News