আপনার সেকেন্ডারি সিমটিকে সক্রিয় রাখতে একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান কিনতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই

banner

#Pravati Sangbad digital Desk:

মাস এক কথায় প্রায় কমেই এসেছে ৩০ থেকে এখন ২৮ এ এসে ঠেকেছে। আর দিন দিন এই টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যান ব্যয়বহুল করে তুলছে। সাধারণ মানুষের প্রায় নাজেহাল অবস্থা। ফোনে ডুয়েল সিম ব্যবহার কর এখন প্রায় কষ্টদায়ক হয়ে উঠেছে। কেননা, উভয় সিমকেই সচল রাখার জন্য সেগুলিকে প্রতি মাসে কয়েকশো টাকা খরচ করে রিচার্জ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। কিন্তু এখন এই টেলিকম সংস্থাগুলি তাদের পোর্টফোলিওতে এমন কয়েকটি সস্তার প্রিপেড প্ল্যান রেখেছে, যেগুলি রিচার্জ করলে আপনার সাশ্রয় হবে। এই প্ল্যানগুলি ২৬ টাকা থেকে শুরু হচ্ছে। তাই আপনি যদি আপনার সেকেন্ডারি সিমটিকে সক্রিয় রাখতে একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান কিনতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। Reliance Jio, Airtel, Vodafone-Idea তাদের প্রতিস্থাপনাটি এইভাবে রেখেছে - 

Jio - র রিচার্জ প্ল্যান :

সস্তা রিচার্জ জিও ফোনের জন্য শুরু হচ্ছে ২৬ টাকা থেকে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের এবং মোট ২ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। তবে এতে পয়সা শেষ হয়ে গেলেও ভ্যালিডিটি বজায় থাকলেও, কলিং এবং এসএমএস পরিষেবার সুবিধা এতে পাওয়া যাবে না। জিও- র পরবর্তী রিচার্জ প্ল্যানে দাম ৬২ টাকা। এই প্ল্যানের অধীনে মোট ৬ জিবি ডেটা ব্যবহার করা যাবে ২৮ দিনের জন্য। এর সাথেও কলিং এবং এসএমএস পরিষেবা উপলব্ধ নেই।                                                       

Airtel -এর রিচার্জ প্ল্যান:

এয়ারটেলের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম ৯৯ টাকা। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিনের এবং এতে ৯৯ টাকার টকটাইম এবং ২০০ এমবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এছাড়া ৩ মাসের জন্য বৈধ রিচার্জের জন্য ৪৫৫ টাকার রিচার্জ প্যাক বেছে নিতে পারেন। এই প্ল্যানটি ৮৪ দিন পর্যন্ত বৈধ থাকবে এবং পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং, ৯০০টি এসএমএস এবং ৬ জিবি ডেটা পাওয়া যাবে।

Vodafone-Idea (VI) -রিচার্জ প্ল্যান :

এই সিমের ভ্যালিডিটি বজায় রাখার জন্য আপনি ভোডাফোন-আইডিয়ার ৯৮ টাকার ১৫ দিনের রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন। এই প্লানেরও কিছু নির্দিষ্ট বেনিফিট আছে, যেমন আনলিমিটেড ভয়েস কলিং ও ২০০ এমবি ডেটা। এতে কোনো এসএমএস পরিষেবা উপলব্ধ থাকবে না। অন্যদিকে, ৯৯ টাকার প্ল্যানে ৯৯ টাকা এবং সঙ্গে ২০০ এমবি ডেটা ২৮ দিনের জন্য বৈধ থাকবে।


BSNL -এর রিচার্জ প্ল্যান :

BSNL -এর পোর্টফোলিওতে ১০ টাকার কম দামী ভ্যালিডিটি প্ল্যান আছে, কিন্তু সেগুলির বৈধতাসীমা খুবই সীমিত অর্থাৎ ১/২ দিনের। তাই আপনি ৪৯ টাকা মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন। এই রিচার্জ প্যাক ২০ দিনের জন্য ১০০ মিনিটের ভয়েস কলিং ও ২ জিবি ডেটা প্রদান করা হবে। BSNL এর অপর একটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম ৮৭ টাকা ও প্ল্যানের বৈধতা ১৪ দিনের। এটিতে আপনি মোটামুটি ১ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং অফার পেয়ে যাবেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News