১ কোটির লটারী জয়ী অনুব্রত মণ্ডল

banner

#Pravati Sangbad Digital Desk:

বীরভূমের বাহুবলী তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল নাকি এক কোটি টাকার লটারি জিতেছিলেন। তাঁর ১ কোটি টাকার লটারি জেতার ঘটনা ছবি দিয়ে প্রকাশও করেছিলেন। লটারি বিক্রেতা। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বোলপুরের এক লটারি বিক্রেতার কাছ থেকে সেই লটারি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। এই ঘটনার ১০ মাস পরে সেই লটারি কান্ডের তদন্তে নেমেছে সিবিআই। লটারি বিক্রেতা বাপী গঙ্গোপাধ্যায় সেই ব্যক্তি যাকে বুধবার জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। বাপি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
সিবিআই এর অফিসারেরা মনে করছেন, সারদার বিপুল অংকের টাকা নাকি গরু পাচারের টাকা লটারির মাধ্যমেই সাদা করা হয়েছে তা জানতেই জিজ্ঞাসাবাদ বাপিকে‌‌।  ওই লটারির দোকানে গিয়ে বুধবার দেখা গেল মালিক নেই।
কর্মচারীরা বললেন "মালিক বাইরে আছেন, এর বেশি আমরা কিছু বলতে পারব না"।
বিরোধী শিবির তৃণমূলের এই লটারি কেলেঙ্কারির বিষয় তৃণমূলকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বলেই সংবাদমাধ্যমে বিবৃতি দিচ্ছে।
এদিন তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি তথা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, "লটারিতে এরকম টাকা প্রতিদিন বহু মানুষ পেয়ে থাকেন। আজ অনুব্রত মণ্ডল পেয়েছেন বলে এত কথা উঠছে। আর এ নিয়ে বিরোধীরা মাঠে নেমে পড়েছে। কথায় কথায় সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। তবে, এতে কোন ফল হবে না।"
অন্যদিকে, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের প্রোমোটার অতনু মজুমদারকে ও এদিন নিজাম প্যালেসে ডাকা হয় বলে সিবিআই সূত্রের খবর ওই ব্যবসায়ী অনুব্রতের নামে-বেনামে টাকা কোথাও বিনিয়োগ করেছেন কিনা সেটাও খতিয়ে দেখছেন সিবিআই এর তদন্তকারী অফিসারেরা
Attachments area

Journalist Name : Akash Sarkar

Tags:

Related News