পার্শ্ব শিক্ষকদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট

banner

#Pravati Sangbad Digital Desk:

শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের। গতকাল রাজ্যের পার্শ্ব শিক্ষকদের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, আর এবার রাজ্যের পার্শ্ব শিক্ষকদের পক্ষে রায় দিলো শীর্ষ আদালত। আদালতের নির্দেশ, “যত দ্রুত সম্ভব রাজ্যের পার্শ্ব শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে হবে”। উল্লেখ্য, এর আগে প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা, রায় যায় শিক্ষকের পক্ষেই। কিন্তু আদালতের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রায় পূর্ণ বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। কিন্তু সেখানেও ধাক্কা খায় রাজ্য। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু এবার সেখানেও ধাক্কা খেলো রাজ্য।
উল্লেখ্য, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দাবি, তারা অনেকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষকতার সাথে যুক্ত, অনেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। কিন্তু তাতেও প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না রাজ্য সরকার। অন্যদিকে আগামী ১৬ই নভেম্বর ফের মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। সেদিন রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের বিরুদ্ধে মামলা চলছে। সেখানেও হয়েছে আদালত অবমাননার মামলা। যদিও সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে এবার ধাক্কা খেলে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে, সেই মতো প্রস্তুতি নিচ্ছে রাজ্য।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News