তদন্তে অনুব্রত মণ্ডলের লটারীকান্ড

banner

#Pravati Sangbad Digital Desk:

চলতি বছরেই লটারি প্রতিযোগীতায় এক কোটি টাকা জিতেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সেই বিষয়ে তদন্ত শুরু করল সিবিআই। এই বিষয়ে তলব করল অনুব্রত মণ্ডলের লটারির এজেন্ট বাপী গাঙ্গুলিকে। অনুব্রত মণ্ডল যে লটারির টিকিট জিতেছিল, সেই টিকিট কে বা কারা কিনেছিল? এর সঙ্গে কারা যুক্ত সবটাই জানতে চান সিবিআই আধিকারিকরা।
আধিকারিকদের তরফে দাবি করা হচ্ছে, গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের বিরাট অঙ্কের সম্পত্তি নজরে এসেছে। সেখানেই অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডল যে ১ কোটি টাকা পেয়েছিলেন, সেটা পুরো তথ্যটাই কতটা সত্য!
সিবিআই সূত্রে আরও জানা যায়,অনুব্রত র এক ঘনিষ্ঠ প্রোমোটার অতনু মজুমদারকে তলব করা হয় এবং তাঁর সঙ্গে আর্থিক লেনদেনের সমস্ত প্রসঙ্গ জানতে চায় সিবিআই।
এর পাশাপাশি এদিন অনুব্রত কন্যাকেও হাজিরার নোটিশ দিয়েছে ইডি।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News