চাকরির বিনিময়ে শরীর! শিশিরকে পদত্যাগের নির্দেশ অভিষেক এর

banner

#Pravati Sangbad Digital Desk:

দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চাকরির লোভ দেখিয়ে এক তরুনীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এই পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে‌ই খবর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা প্রকাশ করেন পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
সম্প্রতি দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে এক তরুণীকে চাকরির লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। যার প্রমাণস্বরূপ নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও ক্লিপ এবং একটি ভিডিও। অডিও ক্লিপটি তে স্পষ্ট শোনা যায়, ওই তরুণী ফোনের অপর প্রান্তে থাকা কোনো ব্যক্তিকে ‘কাকা’ বলে সম্বোধন করছেন এবং একটি চাকরির আবেদন করছেন। অভিযোগ উঠছে, যাকে ‘কাকা’ বলে সম্বোধন করা হচ্ছে তিনি দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল। পাশাপাশি ওই অডিও ক্লিপটি তে শোনা যায়, তরুণীকে চাকরির দেওয়ার বিনিময়ে একটি লজে ডেকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়।
সম্প্রতি সেই ক্লিপ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে জেলা তৃণমূলের অন্দরে। রাজ্য রাজনীতিতে বয়ে যায় সমালোচনার ঝড়। এরপরেই বৃহস্পতিবার বিকালে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই পদত্যাগের নির্দেশ যায় জেলায়। এই প্রেক্ষিতে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে, তার জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অভিযুক্ত চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়েছে। পরে যদি অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়, তখন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।”
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মুহুর্তের মধ্যে অস্বীকার করেছেন শিশির কুমার মণ্ডল। সংবাদ মাধ্যমকে তিনি জানান, “আমি ওই মহিলাকে চিনিই না। আমাকে ফাঁসানো হচ্ছে।” ইতিমধ্যেই কাটোয়া থানায় তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় দলকেও তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন অভিযুক্ত শিশির কুমার মণ্ডল।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News