পার্শ্ব শিক্ষক প্রভিডেন্ট ফান্ড মামলায় সুপ্রিম কোর্টে হার রাজ্যের

banner

#Pravati Sangbad Digital Desk:

একেতেই বহুদিন ধরে শিক্ষক নির্বাচনের ব্যাপার নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে, এর মধ্যে পার্শ্বশিক্ষকদের দাবি তারা বহু বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষকতার কাজ করে আসছে তবুও তাদের ঠিকমত বেতন দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে না প্রভিডেন্ট ফান্ডের টাকা। প্রভিডেন্ট ফান্ড পাওয়ার তাগিদে একসঙ্গে আন্দোলনে নামেন পার্শ্ব শিক্ষকরা। প্রথমে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা করে পার্শ্ব শিক্ষকরা সেই মামলায় জয় হওয়ার পর তারা আবারও মামলা করে তাতেও জয়লাভ করে। এরপর রাজ্য সরকার মামলাটিকে উচ্চ আদালতে নিয়ে গেলে সেখানেও পার্শ্বশিক্ষকদের কাছে হারতে হয় রাজ্যকে। আন্দোলনকারীদের দাবি তারা যখন হাইকোর্টে মামলা করেছিল তখন রাজ্য সরকার কোনরকম পদক্ষেপ নেয়নি। এর ফলে তাদের আবেদনের অবমাননা করা হয়। তারপর রাজ্য থেকে মামলা উচ্চ আদালতে নিয়ে গেলে সেখানেও পার্শ্ব শিক্ষক দের জয় হয়। এই আন্দোলন শুধু এই রাজ্যের শিক্ষকদের জন্য নয় দেশের প্রতিটা পার্শ্বশিক্ষকদের জন্য।বুধবার ৫৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের প্রফিডেন্ট ফান্ডের টাকা দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোসেফ ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ।

Journalist Name : suparna kundu

Tags:

Related News