চিকিৎসার দায়িত্ব নেবেন তিনিই! আমতলার বিজয়া সম্মেলনীতে মানবিক রূপ অভিষেকের

banner

#Pravati Sangbad Digital Desk:

ভিড়ের মাঝেই দেখা গেল অভিষেকের মানবিক রূপ। শুক্রবার আমতলার বিজয়া সম্মেলনীতে পৌঁছে এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন স্বয়ং ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। দেহ রক্ষীকে নোট করতে বললেন শিশুর নাম, ঠিকানা ও ফোন নম্বর। শুক্রবার বিষ্ণুপুরের আমতলায় অনুষ্ঠিত হয় তৃণমূলের বিরাট বিজয়া সম্মেলনী। যেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূলী নেতা নেতৃত্ব। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়‌ও। আর সেখানেই দেখা যায় অভিষেকের এক মানবিক রূপ। আমতলার সভাতে উপস্থিত হওয়ার পর সাংসদের নজরে আসে রাস্তার দু'ধারে বাঁশের ব্যারিকেড, উপচে পড়া ভিড়। আর সেই ভিড়ের মাঝেই এক ছোট্ট শিশুকে দেখে সন্দেহ হয় অভিষেকের। শিশুটির কাছে যেতে দেখা যায় তার চোখে অদ্ভুত এক চশমা। চশমার বাঁদিকের কাঁচটি প্রায় কৃত্রিমভাবে ঢাকা রয়েছে। যার কারণে শিশুটি কেবলমাত্র ডানদিক দিয়েই দেখতে পায়। অভিষেক শিশুটিকে সেবিষয়ে প্রশ্ন করলে সে জানায়, তার ডানচোখে রয়েছে সমস্যা। যার জন্য চিকিৎসক তাকে চশমা ব্যবহার করতে বলেছেন। শিশুটির পরিবারের এক সদস্যের কাছ থেকে সাংসদ জানতে পারেন, কোনো এক চিকিৎসক তাকে কেবলমাত্র সমস্যাযুক্ত চোখ দিয়ে দেখারই পরামর্শ দিয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, কেবলমাত্র সমস্যা যুক্ত চোখ দিয়ে দেখলে তাড়াতাড়ি শিশুটির চোখ ঠিক হয়ে যাবে। সেকারণেই চশমার বাঁদিকের কাঁচটি ঢাকা দেওয়া রয়েছে। বিষয়টি শুনে সন্দেহ প্রকাশ করে অভিষেক বলেন “এতে তো ডানদিকের চোখেই বেশি চাপ পড়বে”। এরপরেই তিনি জানতে চান শিশুটির চিকিৎসা কোথায় এবং কোন চিকিৎসকের পরামর্শে হচ্ছে। পাশাপাশি অভিষেক নিজের দেহরক্ষীকে শিশুটির নাম, ঠিকানা এবং ফোন নম্বর নোট করতেও বলেন। এবং শিশুটির পরিবারের ওই সদস্যকে জানান সাংসদের অফিস থেকে তাদেরকে ফোন করা হবে। ভিড়ের মাঝে সাংসদের এমন মানবিক রূপ দেখে খুশি সকলেই। ভাইরাল সেই ভিডিওর কমেন্ট বক্স ভরে উঠেছে শিশুটির প্রতি সমবেদনায়‌। পাশাপাশি অনেকেই লিখেছেন “মানুষ তো এমন সাংসদ‌ই চায়!”

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News