রাজ্যকে কোনো টাকা দেবে না সাফ জানিয়ে দিল কেন্দ্র

banner

#Pravati Sangbad Digital Desk:

চলতি আর্থিক বছর (২০২২-২৩) শেষ হতে বাকি এখনো চার মাস। তার উপরে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এক বছর হতে চলল, একশো দিনের কাজ প্রকল্পে টাকা দিতে শুরু করেনি কেন্দ্র। ফলে ওই প্রকল্পের জবকার্ডধারীদের বিকল্প কাজের জোগান ঠিক রাখতে কার্যত রাজ্য সরকার মরিয়া।প্রশাসনিক সূত্রের খবর,আর্থিক টানাটানি সত্ত্বেও ইতিমধ্যেই সেই কর্মসূচিতে প্রায় ১২২৩ কোটি টাকা খরচ করেছে নবান্ন। এই অবস্থায় আগামী সপ্তাহে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
জানা যাচ্ছে,পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পে খরচের অনিয়মের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে বিশদ রিপোর্ট চাইছে কেন্দ্র । যতদিন না এই  টাকা খরচের হিসাব মিলছে ততদিন পর্যন্ত রাজ্যকে বকেয়া কোনো টাকা দেবে না কেন্দ্র।নবান্ন সূত্রে খবর,বৃহস্পতিবারই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের মহাত্মা গান্ধি গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধিকর্তা ধরমবীর ঝা রাজ্যের পঞ্চয়েত সচিব পি উল্গানাথনকে চিঠি মাধ্যমে  এই অবস্থানের কথা জানিয়েছেন । রাজ্যে গ্রামান্নোয়ন প্রকল্পে খরচের অনিয়ম নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যে সব প্রশ্ন তুলেছে তা কার্যকর করা নিয়ে রাজ্য সরকারের অ্যাকশান টেকন রিপোর্টে দিল্লি সন্তুষ্ট নয় তা পরিষ্কার করে দিয়েছে এই   চিঠি মাধ্যমে ।  রাজ্যে  প্রতিটি খরচের অনিয়মের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে বিশদ রিপোর্ট পেশ করতে বলেছে কেন্দ্র । ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধিকর্তার সাফ বলেছেন , 'যথাযথ প্রক্রিয়া না মেনে যেসব  কাজেই অযথা  খরচ করা হয়েছে তার সমস্ত টাকা উদ্ধার করতে হবে'। প্রসঙ্গত  কেন্দ্রীয়  অ্যাকশন টেকন রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার প্রায় ২ কোটি টাকা ভুয়ো খরচ করেছে । চিঠিতে কেন্দ্রীয় অধিকর্তা পরিষ্কার জানিয়ে দিয়েছে, 'কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় এসে মাটি ফেলার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই সব কাজে খরচ হওয়া সমস্ত টাকা উদ্ধার করতে হবে। এবং এই   কাজে যে সব সরকারি কর্মচারিরা  টাকা আত্মসাদ করেছে বলে প্রমাণিত হবে  তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে'।
প্রশাসনিক সূত্রের খবর, আগামী সপ্তাহে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দফতরের সচিব পি উলাগানাথনকে নিয়েই দিল্লি যাওয়ার কথা পঞ্চায়েতমন্ত্রীর। সেখানে সচিব স্তরেও আলোচনার সম্ভাবনা আছে। একশো দিনের কাজ প্রকল্প নিয়ে কেন্দ্রের বক্তব্য এবং রাজ্য সরকার ইতিমধ্যে এই ক্ষেত্রে কী পদক্ষেপ করেছে, তার সবিস্তার বিবরণ তুলে ধরতে পারেন পঞ্চায়েতমন্ত্রী।

Journalist Name : Susmita Das

Tags:

Related News