শুভ জন্মদিন কিং কোহলি

banner

#Pravati Sangbad Digital Desk:

২০১৪ সাল । অস্ট্রেলিয়া- ইন্ডিয়া টেস্ট সিরিজের সময়কাল। ব্যাগি গ্রীনের হয়ে মাঠে তখন আগুন ঝরাচ্ছেন মিচেল জনসন - রায়ান হারিসরা , আর ঠিক তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সমানে জবাব দিয়ে চলেছেন 18 নং জার্সি পরা এক যুবক ; এরই মাঝে অবসর নিলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । আর অধিনায়কের ভার গ্রহণ করে সেই 18 নং জার্সি । সেই শুরু । সেসময় ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে সমালোচনার প্রবল ঝড় উঠেছিল ; কিন্তু সেই সমস্ত সমালোচনা নিজের কাঁধে তুলে নিয়ে বিরাট কোহলি যখন নিজের ১০০তম টেস্ট খেলে ফেলছেন ; তখন তার নামের পাশে যুক্ত হয়ে গেছে দেশের শ্রেষ্ঠ টেস্ট ক্যাপ্টেনের তকমা , যার অধিনায়কত্বে 58.8 % ম্যাচ জিতেছে ভারত ।২০১২সাল ।অস্ট্রেলিয়া, শ্রীলংকা আর ভারতকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় ৩ নম্বরে থাকাটা টেন্ডুলকার, শেবাগদের সমন্বয়ে গঠিত ভারতের মতো দলের জন্য কিছুটা অপমানজনকই। ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে গ্রুপপর্বের শেষ ম্যাচটাতে শ্রীলংকার বিপক্ষে শুধু জিতলেই হবে না, জিততে হবে ৪০ ওভারের মাঝেই। সেটা করতে পারলেও ফাইনাল নিশ্চিত নয়, তাকিয়ে থাকতে হবে শ্রীলংকা বনাম অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের দিকে। সেই ম্যাচে শ্রীলংকার আবার হারতে হবে, তাহলেই সম্ভব ভারতের ফাইনাল খেলা। সেবারে শচীন , সেহবাগ , গম্ভীর দের ভীড়ে তিনি ছিলেন উপেক্ষিত এক ব্যাটসম্যান । কিন্তু সেই ম্যাচে রায়নাকে সাথে নিয়ে তার ১০৭ রান দেখিয়ে দিয়েছিল রান অনেকেই করেন, কিন্তু দলের সবচেয়ে প্রয়োজনের দিন একইসাথে উইকেট ধরে রেখে আক্রমণাত্মকভাবে খেলে বড় স্কোর তাড়া করে জেতাতে খুব অল্প কয়েকজন স্পেশাল ব্যাটসম্যানই পারেন ৯০,২৯৩জন দর্শক, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ভারত - পাকিস্তান ম্যাচ । রান তাড়া করতে নেমে ভারত তখন খুব তাড়াতাড়ি রোহিত , রাহুল , সূর্যকুমার, অক্ষর কে হারিয়ে ৩১-৪ এ ধুঁকছে।এরপরের গল্পটা সকলেরই জানা , হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে তার ৮২* হয়ে উঠেছে রূপকথার আখ্যান । ম্যাচের ১৫ তম ওভারে হারিস রউফ কে কব্জির মোচড়ে নিখুঁত দক্ষতায় খেলা ওই ছয়টি নিয়ে তোলপাড় হয়ে গেছে বিশ্লেষকমহল ।প্রত্যেকটা মুহূর্তে নিজেকে কিভাবে উন্নতি করতে হয়, পরিশ্রম করে কিভাবে নিজেকে খুব ভালো থেকে গ্রেট থেকে গ্রেটেস্টদের কাতারে নিয়ে যেতে হয়, তাঁর আদর্শ উদাহরণ জানিয়ে দিয়েছেন তিনি নিজেই ।মাঠের ভেতরের উগ্রতা, দৃঢ়তা, বদমেজাজ এগুলোর বাইরে যে বিরাটের এক বিশাল হৃদয় রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা। ২০১৩ সালে তিনি প্রতিষ্ঠা করেছেন বিরাট কোহলি ফাউন্ডেশন। জনসচেতনতা সৃষ্টি, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে এ সংগঠন। এই বিশ্বকাপে তথা টি- টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান করার তকমা তার কাছে , হয়তো আর একবার সমালোচকদের মুখ বন্ধ করে দেশকে আরেকটা বিশ্বকাপ উপহার দেবেন তিনি , কিন্তু যদি সমালোচনা একটা সমস্যা হয় , তাহলে তার উদাহরণ সহ সমাধান হিসেবে বিশ্বের ইতিহাসে থেকে যাবেন বিরাট কোহলি ।আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

Journalist Name : Avijit Das

Tags:

Related News