চীন-কে রুখতে ভরসা ভারত‌ই, মুক্ত বাণিজ্যের আশা তাইওয়ানের

banner

#Pravati Sangbad Digital Desk:

চীন-তাইওয়ানের ঠান্ডা লড়াইয়ে তবে কি এবার প্রবেশ করবে ভারত? ‘ইন্ডিয়া-তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল কোলাবরেশন সামিট’-এ তিন চুক্তি সাক্ষর, তাইওয়ান মন্ত্রীর মুক্ত বাণিজ্যের আশাপ্রকাশ এবং ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে প্রবল সমর্থন, এই তিন বিষয়কে নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। বৃহস্পতিবার ‘ইন্ডিয়া-তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল কোলাবরেশন সামিট’-এ যোগ দিতে ভারত সফরে এসেছিলেন তাইওয়ানের উপ-অর্থমন্ত্রী চেরন চ‌ই চেন। নয়া দিল্লির বুকে দাঁড়িয়ে সেই সভা থেকেই তাইওয়ানি মন্ত্রীর কন্ঠে শোনা যায় ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির তীব্র প্রশংসা। পাশাপাশি ভারতের সাথে তাইওয়ানের মুক্ত বাণিজ্যের আশা প্রকাশ করেছেন চেরন চ‌ই চেন। ভারতীয় নেতৃত্ব এবং একাধিক বণিক সভার কর্তাদের সঙ্গে বৈঠকের পর শেষমেষ ‘তিন চুক্তি’ স্বাক্ষর হয় ভারত তাইওয়ানের। সূত্রের খবর, তাইওয়ানের বাণিজ্যিক সংস্থা গুলির সাথে ভারতের ইলেকট্রনিক পণ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রেই এই তিন চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ওই সভা থেকেই তাইওয়ানের উপ অর্থমন্ত্রী জানান, “আমাদের কাছে পণ্য উৎপাদনের পক্ষে ভারত সবচেয়ে ভালো জায়গা হতে পারে। ভারতের মেক ইন ইন্ডিয়া নীতিতে আমাদের সরকারের সমর্থন রয়েছে। আমাদের সংস্থাগুলি ভারতীয় কোম্পানির সঙ্গে কাজ করতে আগ্রহী।”তবে তাইওয়ানের এই তোষন নীতিতে রহস্যের গন্ধ পাচ্ছেন কূটনীতিবিদরা। তাঁদের মতে চীনের সাথে তাইওয়ানের দীর্ঘদিন ধরে চলা ঠান্ডা লড়াইতে ইতি টানতেই ভারতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তাইপেই। যদিও চীনের বাড়বাড়ন্তকে রুখতে তাইওয়ানের সাথে মুক্ত বাণিজ্যে অগ্রসর হতে সদর্থক ভূমিকা নিয়েছে মোদি সরকার। এতদিন পর্যন্ত চীনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে জিংপিং সরকার। গত দু'বছর ধরে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ঘাঁটি গেড়ে বসে রয়েছে চীনা সেনা। কোনমতেই উচ্ছেদ করা সম্ভব হয়নি তাদের। এবার ভারত তাইওয়ান জোটেই চীনা উচ্ছেদের স্বপ্ন দেখছে উভয় দেশ।

Journalist Name : Uddyaloke Bairagi

Tags: