মানিক তদন্তে নয়া তথ্য,ইডির হাতে মজবুত প্রমাণ

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে পোক্ত প্রমাণ ইডির হাতে। গতকাল মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। বর্তমানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি তিনি, গতকাল তাঁকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে। অন্যদিকে ইডি সূত্রে বিস্ফোরক দাবি, মানিক ভট্টাচার্যের  নামে কম করেও ১০ কোটি টাকার আর্থিক দুর্নীতি রয়েছে। যার মধ্যে মানিক পুত্র শৌভিক ভট্টাচার্যও জড়িত।

 উল্লেখ্য, মানিক ভট্টাচার্যের ছেলের নামে দুটি টিচার্স ট্রেনিং কলেজের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার মধ্যে একটি সংস্থার নামে গিয়েছে প্রায় ২ কোটি ৪৭ লক্ষ টাকা এবং ওপরটিতে গিয়েছে ২ কোটি ৬০ লক্ষ টাকার কাছাকাছি। শুধু তাই নয়, একটি জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই অ্যাকাউন্টে রয়েছে তিন কোটি টাকা, যদিও ইডি সূত্রে খবর, মৃত্যু হয়েছে জয়েন্ট অ্যাকাউন্টের অন্যজন ব্যক্তি মৃত্যুঞ্জয়ের। অর্থাৎ এখন অ্যাকাউন্টের মালিক মানিক ভট্টাচার্য। এদিন আদালতে ইডি-র আইনজীবী দাবি করেন, “মাত্র ১৪ দিনের হেফাজতেই এতো তথ্য সামনে এসেছে। মানিক ভট্টাচার্যকে এখনও হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে, তাহলে অনেক তথ্য পাওয়া যাবে”। অন্যদিকে মানিক ভট্টাচার্যের বাড়ির কম্পিউটার থেকে দুটি ফোল্ডার বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, সেই দুটি ফোল্ডার মিলিয়ে প্রায় ৪ হাজার প্রার্থীর নাম রয়েছে। যার মধ্যে ২৫০০ প্রার্থীর ইতিমধ্যেই চকারিও হয়ে গিয়েছে। অন্যদিকে মানিক ভট্টাচার্যের ছেলের যে দুটি টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে, সেখানে পর্ষদের পূর্ব নির্ধারিত প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে নেওয়া হতো টাকা।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News