২শরা নভেম্বর দিল্লিতে হাজিরা দেবেন অনুব্রত কন্যা

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামী বুধবার অর্থাৎ ২শরা নভেম্বর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল হাজিরা দেবেন দিল্লিতে ইডি দফতরে, সূত্রের খবর এমনটাই। প্রসঙ্গত, গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই একের পর এক তথ্য উঠে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সিবিআই আধিকারিকদের হাতে। মিলেছে একাধিক সম্পত্তির হদিশ, সেই সাথে ভোলেবোম রাইস মিলসহ এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থার হদিশ পেয়েছে সিবিআই, যার ডিরেক্টর পদে রয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল এবং অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নাম। পেশায় প্রাইমারি শিক্ষিকা সুকন্যা মণ্ডলের ওপর প্রথম থেকেই নজর ছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের।
সূত্রের খবর, সম্পত্তির নিরিখে বাবাকেও পিছনে ফেলেছেন স্কুল শিক্ষিকা সুকন্যা। ২০২০-২০২১ অর্থবর্ষে রেকর্ড আয়ের হদিশ পাওয়া গিয়েছে। এই আয় ব্যয়ের সুত্র ধরেই সুকন্যা মণ্ডলকে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। যদিও এর আগে একাধিকবার সুকন্যা মণ্ডলকে তলব করেছিল সিবিআই, কিন্তু বারংবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তলব এড়িয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি গত ২৭শে অক্টোবর ইডি-র তরফ থেকে সুকন্যা মণ্ডলকে দিল্লি তলব করা হয়েছিল, তখনও তলব এড়িয়েছেন তিনি। তবে সূত্রের খবর, আগামী ২ নভেম্বর দিল্লি যাবেন অনুব্রত কন্যা।ইতিমধ্যেই দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। সায়গল হোসেন এবং অনুব্রত কন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News