দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই চলতে চান রোহিত

banner

#Pravati Sangbad Digital Desk:

দুবাই এ অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে হারের পর দেশে ফিরেই টি-২০ অধিনায়কত্ব ছাড়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন বিরাট কোহলি, কিন্তু ইচ্ছে প্রকাশ করেছিলেন ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে তিনিই অধিনায়ক থাকবেন। কিন্তু বোর্ড তার ইচ্ছেকে কার্যত নাকচ করেছে। গত বুধবার অর্থাৎ ৮ই ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টিম ঘোষণা করার সাথেই দিল আরও একটি চমক, ভারতীয় ওয়ানডে ফরম্যাটে নতুন ক্যাপ্টেন রোহিত শর্মা। অবসান ঘটেছে বিরাট যুগের। কিন্তু আপাতত টেস্টের ময়দানে অধিনায়কত্ব করতে দেখা যাবে বিরাট কোহলিকেই, সহঅধিনায়ক অবশ্য রোহিত শর্মা। কিন্তু বোর্ডের এহেন কীর্তিতে রীতিমত অবাক নেটিজনেরা। অবাক হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। ঝুলিতে আইসিসি ট্রফি না থাকলেও বিরাটের প্রদর্শন খুব একটা হতাশা জনক নয়, কিন্তু তা সত্ত্বেও বোর্ডের এই রকম সিদ্ধান্তে রীতিমত জনরোষের মুখে পড়েছে বর্তমান বোর্ড প্রশাসন। 


এই সবেরই মাঝে নতুন অধিনায়ক রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটে তার প্রথম সাক্ষাৎকার দিয়েছেন, আর তাতেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি কি চান অধিনায়ক হিসাবে। রোহিত শর্মা জানিয়েছেন, বাইরে কে কি বলছে তা নিয়ে তিনি চিন্তিত নন। বাইরের কথাই কান দিতে চান না তিনি। নতুন অধিনায়ক আরও জানিয়েছেন, “মাঠের বাইরে অনেকে অনেক কিছু বলে, অনেক কথা আলোচনা হয়, কিন্তু দলকে সেই সব কথাই কান না দিয়েই চলতে হবে। আমি ক্রিকেটার হিসাবেও এই কথাটা মেনে চলি”। ভারতীয় ক্রিকেটের দুই অধিনায়ক তত্ত্বকে স্বাগত জানিয়েছেন অনেকেই। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের মতে রোহিত শর্মাকে সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়ক করে বোর্ড ভালো সিদ্ধান্ত নিয়েছে, এতে দলের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। টি-২০ বিশ্বকাপের পর ভারতের হেড কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়, প্রথম ম্যাচেই সাফল্য পেয়েছে ভারত। রোহিত শর্মা আরও বলেন, “দলের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে হবে, যাতে সবার মনোবল অটুট থাকবে এবং যার প্রভাব ২২ গজে দেখা যাবে”। এখন দেখার বিষয় রোহিত দ্রাবিড় জুটি কতটা সাফল্য আনে।" 


৮ই ডিসেম্বর বোর্ডের তরফ থেকে বিরাটের অপসারণের কথা জানানোর সাথে সাথেই রীতিমত ঝড় বয়ে যায়, তুমুল বিতর্ক শুরু হয়। আর সেই বিতর্কের মাঝেই মাঠে নামে ভারতীয় বোর্ড,। বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বোর্ডের তরফ থেকে বিরাট কোহলিকে অধিনায়কত্ব ত্যাগ না করার জন্য অনেকবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে কোন কথাই শোনেনি। তাই বাধ্য হয়েই বোর্ডের এই সিদ্ধান্ত”। তিনি আরও বলেন, “টি-২০ এবং একদিনের ফরম্যাটে দুই জনকে অধিনায়ক হিসাবে রাখা সম্ভব নয়, কারণ তাতে দলের ওপর অতিরিক্ত ভার এসে পড়বে, যা দলের পক্ষে ক্ষতিকারক”। তবে টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার পেছনে নাকি ক্যাপ্টেন কোহলির ওপর অন্য চাপ ছিল। তবে বোর্ড প্রেসিডেন্ট অবশ্য বলেছেন, “ চেতন শর্মার নির্বাচক কমিটি মনে করেছেন দুই ফরম্যাটে দুই জন অধিনায়ক রাখা হলে সমস্যা সবে তাই তাদের এই সিদ্ধান্ত”। তিনি কিং কোহলিকে সাদা দলের ম্যাচে এতদিনের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News