আগামী ৩শরা নভেম্বর দিল্লি যাবেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য

banner

#Pravati Sangbad Digital Desk:

অনুব্রত কন্যা এবং হিসাব রক্ষকের পরে এবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে দিল্লি তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আগামী ৩ নভেম্বর তাঁকে দিল্লি তলব করেছে ইডি। যদিও এর আগেও একাধিকবার  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তলব করেছিল রাজীব ভট্টাচার্যকে। তিনি হাজিরাও দিয়েছেন, সহযোগিতা করেছেন তদন্তে। এদিন রাজীব ভট্টাচার্য বলেন, “আমাকে ইডি দিল্লি তলব করেছে আমি যাবো। কে গেলো না গেলো তা আমি জানি না। কিছু আয় ব্যয় সংক্রান্ত তথ্য আমার কাছে চেয়েছেন তারা। আমি সেগুলি জমা দিতেই যাবো”।
অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য তিনি ৬০ লক্ষ টাকা দিয়েছিলেন হাসপাতালে। পরে তা আর ফেরত দেননি অনুব্রত মণ্ডল। এ নিয়ে অবশ্য রাজীব ভট্টাচার্য তৃণমূলের সভা থেকেই বলেন, “একজন অসুস্থ মানুষের সেবার জন্য টাকা দিয়েছি। এতে ক্ষতি কোথায়”। অন্যদিকে আগামী ২শরা নভেম্বর দিল্লি যাবেন অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীশ কোঠারি, সূত্রের খবর এমনটাই। যদিও মনীশ কোঠারির বক্তব্য, “আমাকে এখনও ইডি তলব করেনি। ডেকে পাঠালে নিশ্চয়ই যাবো”। পাশপাশি গত ২৭শে নভেম্বর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু ব্যাক্তিগত কারণ দেখিয়ে তলব এড়িয়ে গিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলের মেয়ে পেশায় প্রাইমারি শিক্ষিকা হলেও ২০১৫ সালের পর থেকেই তাঁর সম্পত্তি এবং ব্যাঙ্কে আর্থিক লেনদেনের সংখ্যা বেড়েছে অনেকটাই। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে দিল্লি ডেকে পাঠানো হয়েছিল।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News