আদালতের ভেতরেই নিজের পুরনো মেজাজে অনুব্রত মণ্ডল

banner

#Pravati Sangbad Digital Desk:

আদালত চত্বরেই চেনা ছন্দে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে আসানসোলে সিবিআই বিশেষ আদালতে পেশ করেছিল, সেখানেই আবার পুরনো মেজাজে দেখা গেলো বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে। তাঁর সাথে দেখা করতে এসেছিলেন দলের কর্মী সমর্থকরা। অনেকেই এনেছিলেন ঠাকুরের পায়ের ফুল আবার অনেকে প্রয়োজনীয় ওষুধ। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিচারপতি এজলাস ছেড়ে উঠে যান। তারপরেই কোর্ট রুমের ভেতরেই তাঁর সাথে দেখা করেন দলের কর্মীরা।
সূত্রের খবর, সকলের কাছে দলে কাজ কর্ম নিয়ে জানতে চান অনুব্রত মণ্ডল। আসতে করে পরামর্শ দিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তার মধ্যেই হঠাৎ করেই রেগে যান অনুব্রত। তিনি চিৎকার করেই বলে ওঠেন, “গ্রুপবাজি চলবে না। আমি চিরকাল জেলে থাকবো না। জেল থেকে বেরিয়ে সকলকে দেখে নেবো”। শুধু তাই নয়, দলের সাংগঠনিক কাজে মন দেওয়ার জন্যও বলেন কেষ্ট। তাঁর হুঙ্কার থেকে স্পষ্ট যে তিনি এখনও রয়েছে তাঁর আগের রুপেই। শুধু সময়ের পরিহাসে তাঁর হাত বাঁধা। সামনে পঞ্চায়েত নির্বাচন। বীরভূমের ভোট মানেই অনুব্রত মণ্ডল।
যদিও এর আগে যে কোন নির্বাচনে অনুব্রত মণ্ডলকে কার্যত নজর বন্দী করে রেখেছে কেন্দ্রীয় নির্বাচন সংস্থা, কিন্তু তাতেও বিশেষ  কিছু লাভ হয়নি। তবে এবার দলের সমীকরণ ঠিক কি তা জেলের ভেতর থেকেই বাৎলে দিতে চাইছেন অনুব্রত মণ্ডল।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News