নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি খারিজ

banner

# Pravati Sangbad Digital Desk:

বর্তমানে ঘোষিত ছুটির লিস্টে যুক্ত হয়েছে আরও বেশ কিছু ছুটি। সেসব ছুটি অবশ্য যুক্ত হয়েছে বাংলা তে। যেমন বিরসা মুন্ডা এর জন্মদিন উপলক্ষে ছুটি,গুরু রবিদাস এর জন্মদিনে ছুটি। এছাড়াও রয়েছে আরও হাজার রকম ছুটি। আবার রাজ্যে তেমন প্রচলন নেই এমন উৎসব এও ছুটি দেওয়া হচ্ছে। যেমন বিহার এর ছট  পুজো, মহারাষ্ট্রের গণেশ পুজো ইত্যাদি। তবে এবার রাজ্যে নয় বরং একটি জাতীয় নতুন ছুটির জন্য আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। কে কে রমেশ নামের একজন এই মামলা দায়ের করেন। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস এর জন্মদিন উপলক্ষে ২৩শে জানুয়ারি সরকারি ছুটির দাবি জানিয়ে একটি আবেদন সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট দায়ের হওয়া এই জনস্বার্থ মামলা খারিজ করে দেয়। আদালত এই মামলা কে 'পি এলআই এর প্রহসন  বলে আখ্যা দিয়েছে এবং বলেছে , এই ধরনের সিদ্ধান্ত সরকারের নীতির অংশ। প্রধান বিচাপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পারদিওয়ালা কে নিয়ে গঠিত বেঞ্চ বলছে,সুভাস চন্দ্র দেশের স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করে গেছেন। দেশ কে পরাধীনতার গ্লানি থেকে বাঁচানোর জন্য তিনি লড়াই করেছেন। তাই তার কাজ কে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে ভালো পন্থা হলো কঠোর পরিশ্রম ও মেহনত।ছুটি দিয়ে তার প্রতি হয়তো সঠিক সম্মান জানানো যাবেনা। আদালত আরো বলেছে ,"একটি জাতীয় ছুটি সরকারের নীতির বিষয়। এতে কোর্ট কোনো রায় দিতে পারবেনা । "কে কে রমেশ কেও প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে,"আপনি আদালতের সময় নষ্ট করছেন।জনস্বার্থ ব্যাপার টা কে আপনি প্রহসন বানিয়ে ফেলতে পারেন না"। তাই এই মামলা খারিজ করা হয়েছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Tags:

দেশ
Related News