'রুপী' প্রকল্পের সূচনা দেশে

banner

#Pravati Sangbad Digital Desk:

চলতি বছরে চালু হতে চলেছে দেশের নিজস্ব সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির ' ই - রূপি ' - র  পাইলট প্রকল্পের সূচনা শীঘ্রই হতে চলেছে। ব্যাংক সূত্রের খবর, নগদ টাকার মতোই এই 'ই - রূপি' বাজারে আসবে। যার দ্বারা নিত্যদিনের লেনদেনে সুবিধা হবে। এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি দুই প্রকার হয়ে থাকে, খুচরা ও পাইকারি। এই পাইকারি ব্যাবস্থা আন্ত-ব্যাংক লেনদেনে ব্যাবহার করা হবে। এখন সাধারণত দেশে পাইকারি ব্যাবস্থার জন্য চালু হয়েছে এই ' ই রুপি '। এটি দেশের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বারোদা, এইচডিএফসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইয়েস ব্যাংক, আইডিফসি ফার্স্ট ব্যাংক ও এইচএসবিসি হোল্ডিংস পিলসির ভারতীয় শাখা শুধুমাত্র সরকারি ঋনপত্র কেনাবেচা করছে। রিজার্ভ ব্যাংক জানায়, দেশবাসী যে ' ই রুপি ' ব্যাবহার করবেন তা সিবিডিসিআর। এই প্রকল্পে স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক ও আইডিফসি ফার্স্ট ব্যাংককে সামিল করা হচ্ছে। লেনদেন ডিজিটাল হওয়ায় আগের নির্ধারিত করা লেনদেনের ব্যাবস্থাও করে রাখা যাবে। নগদ নোট ব্যাবহারে নষ্ট হলেও ' ই রুপি ' নয়। বিশেষজ্ঞদের দাবি , খুচরো ' ই রুপি ' ভাঙিয়ে টাকা নেওয়ার ব্যাবস্থা করা হবে। তবে এই ব্যাবস্থার পর নগদ টাকা একেবারেই উঠে যাবে , এই ধারণা ভুল। স্টেট ব্যাংকের সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে , ২০ বছরে এই প্রথম যে কোনো উৎসবের মরশুমে নগদকে পাশে ফেলে এগিয়ে চলেছে ডিজিটাল লেনদেন। সেই কারণেই এই নতুন উদ্যোগ। প্রথমদিনেই ২৭৫ কোটি টাকার বন্ড কেনাবেচা করেছি ব্যাংকগুলি। ক্লিয়ারিং করপোরেশন অফ ইন্ডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ১৪০ কোটি টাকার ২৪ টি লেনদেন হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে শুরুতেই ' ই রুপি ' বেশ ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রচলিত ইউপিআই, আইএমপিএস এর মতো যেভাবে লেনদেন হয় সেভাবেই করে যাবে। নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে যেরোম নগদ টাকা রাখতে হয় সেরকমই ' ই রুপি ' র মাধ্যমে অনলাইনে লেনদেন করা যাবে। বিশেষজ্ঞদের অনুমান , শুধুমাত্র সাধারণ মানুষদের জন্যই এই ' ই রুপি ' হবে। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Journalist Name : Papri Chakraborty

Tags:

দেশ
Related News