কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল ইডি, কয়লা পাচার মামলার পরবর্তী শুনানি...

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির, কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে সঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলারই শুনানি ছিল আজ, কিন্তু এদিন আদালতে উপস্থিত ছিলেন না মেনকা গম্ভীরের আইনজীবী, সেই কারণেই আগামী ২৪শে নভেম্বর পর্যন্ত আদালতের সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে একাধিকবার দিল্লি তলব করেছিলো ইডি, অগত্যা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সস্ত্রীক অভিষেক। দিল্লি হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রায় দেয়, সেই সাথে আরও নির্দেশ দেয় কলকাতা গিয়েই তদন্ত করতে হবে ইডিকে। পরে বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা গম্ভীর, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল ‘কোন রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’। অর্থাৎ তাঁকে গ্রেফতার করা যাবে না, বিদেশ যেতে পারেব সে। তারপরেই  কলকাতা বিমান বন্দরের ইমিগ্রেশন দফতর মেনকা গম্ভীরকে আটকে দেয়। কলকাতা বিমান বন্দর কতৃপক্ষ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দাখিল করে মেনকা গম্ভীর। সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করে ইডি। সেই মামলায় এদিন পিছিয়ে গেল আদালতে, আগামী ২৪শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News