পৌর-ভোটের তোড়জোড় কেমন চলছে ? মুখোমুখি অমিয় হাজরা

banner

#বেলেঘাটা:

কয়েকদিনের অপেক্ষা মাত্র তারপরেই পৌর-ভোটের নির্বাচন। এখন ভোটের তোড়জোড় কতদূর এগোলো সেই খবর নিতে সব সাংবাদিকরা এখন ভোটের প্রার্থীদের কাছে ছুটছেন। ভোটপার্থীরাও বেশ খোস-মেজাজে তাদের সাক্ষাৎকার দিচ্ছেন। ভোটপার্থীরাও বেজায় খুশি তাদের উন্নয়নমূলক কাজের আলোচনা, ভোটের প্রচার, তোড়জোড় সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। এরকমই একটি দিনে কলকাতা পৌরসংস্থার ২৮নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিয় হাজরার মুখোমুখি প্রভাতী সংবাদ

●● “কাকে অনুসরণ করে আপনার এই রাজনীতিতে আসা?”
●● “একই অনেক বছর ধরে পার্টি করছি। মাঝে ছেড়ে দিয়েছলাম, পরে ২০১৫ যে আবার পার্থ চৌধুরীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করি। এখানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে আমার জনগণের সেবা করা। জনগণের সেবা করার মতো কোনো কাজ হয় না আর আমি ওতেই খুব শান্তি পাই।”
●●“নির্বাচনে জেতার সম্পর্কে কতটা আশাবাদী আপনি? এবং মানুষ কেনই বা আপনাকে ভোট দেবেন?”
●●“নির্বাচনে জেতার এবং হারার বিষয়টা তো আমাদের হাতে থাকে না, সেটার হেড হয় জনগণ। যদি জনগণ বোঝেন যে আমার এখানে জিতে আসাটা আবশ্যক তাহলে নিশ্চই জিতবো আর যদি জনগণ আমাকে না চায় আমি হেরে যাবো। সবটাই জনগণের ওপর নির্ভর করছে। তাছাড়া শাসকদল যা উন্নয়ন করছে তাতে মানুষই ওদের ভোটে হারিয়ে দিতে বাধ্য হবেন।”
●● “আপনি জেতার পর এই এলাকায় কি কি উন্নয়ন করবেন বা করতে চান?”
●● “এই ২৮নং ওয়ার্ডের অনেকরকম সমস্যা আছে যেমন জল সবসময় জল ঠিক মতো পাওয়া যায় না, বিদ্যুৎ পরিষেবা ঠিক মতো নেই, রাস্তা-ঘাটে আবর্জনা পরে থাকে, তাতে মানুষজনের অসুবিধা হয়,জন-সেবা হয় না এখানে, এখানে জনগণের আরো বেশি ক্ষতি করে চলেছে শাসকদল। ভোটের সময় মানুষজনকে ঠিক মতো ভোট দিতে দেওয়া হয় না।  তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে চুপ করিয়া রাখা হয়। মানুষেরা নিজেদের প্রাণের ভয় মুখ খুলতে চায় না।”
●● “ত্রিপুরাতে বিজেপির জয় দেখে কলকাতা পৌরসভার ভোট নিয়ে আপনি বা আপনার দল কতটা আশাবাদী?”
●● “ত্রিপুরাতে জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়ী করেছেন, কলকাতাতেও যদি মানুষ সঠিক জায়গাতে সঠিক ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে নিশ্চই আমরাই জয় লাভ করবো। কিন্তু মানুষকে তো সেই অধিকারটাই দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত হুমকি দিয়ে, ভয় দেখিয়েই মানুষের সত্যের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে।”


●● “নতুন প্রজন্মের যারা রাজনীতিতে পদার্পন করতে ইচ্ছুক যাকগে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন?”
●● “আমি এটাই বলবো নতুন প্রজন্মকে  সব সময় স্বাগত জানাচ্ছি আমরা, তোমরা সবাই  ভালো করে পড়াশোনা করো, অনেক শিক্ষিত হও, নিজেদের পায়ে দাঁড়াও, তারপর আমাদের সাথে যুক্ত হয়ে সমাজের জন্য, জনগণের জন্য, নতুন নতুন উন্নয়নমূলক কাজ করতে এগিয়ে এসো। রাজনীতির মঞ্চে শিক্ষিত মানুষের খুব অভাব, সেই শুন্য জায়গাটা তোমাদেরকেই পূরণ করার জন্য এগিয়ে আসতে হবে।”

Journalist Name : Payel Das

Related News