বোর্ড প্রধান রজার বিনিকে স্বার্থ সংঘাতের নোটিশ পাঠালো BCCI

banner

#Pravati Sangbad Digital Desk:

 এবার স্বার্থের সংঘাতে বিদ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রজার বিনি, নোটিশ পাঠালেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নীতিশাস্ত্র কর্মকর্তা বিনীত সরণ। অবশ্য ক্রিকেট প্রশাসনে এমন ঘটনা নতুন নয়। এর আগেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে অনেক প্রাক্তন ক্রিকেটার, বোর্ডের নানা পদে নিযুক্তদের বিরুদ্ধে। সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হওয়ার পর বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়ে আসেন বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রজার বিনি। সূত্রের খবর, বিনিকে তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগে ২০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন সারান।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী টিমের অন্যতম সদস্যের বিরুদ্ধে উক্ত অভিযোগটা বেশ জটিল। তাই বিনির বিরুদ্ধে এই অভিযোগ কিছুটা হলেও চাপ বাড়াচ্ছে। যদিও উক্ত অভিযোগের সঙ্গে তিনি সরাসরি জড়িয়ে নেই। তাঁর পরিবারের এক সদস্যের কারণেই অভিযুক্ত হয়েছেন বিসিসিআই সভাপতি। পিটিআই সূত্রে খবর, অভিযোগকারী সঞ্জীব গুপ্তা অভিযোগ করেছেন যে বিসিসিআই-এর সভাপতি রজার বিনির পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গার স্টার স্পোর্টসে কাজ করায় বিনির বিরোধপূর্ণ। ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুমের মিডিয়া স্বত্ব স্টার স্পোর্টসের হাতে। উত্থাপিত স্বার্থের দ্বন্দ্বের অভিযোগের বিরুদ্ধে ২০ ডিসেম্বরের মধ্যে বিনিকে লিখিত জবাব দিতে হবে। 

রজার বিনিকে নোটিশে বিনীত সরণ লিখেছেন – "আপনাকে এতদ্বারা জানানো হচ্ছে যে বিসিসিআই বিধি ও প্রবিধানের বিধি ৩৯(২)(b) এর অধীনে, ৩৮(১) বিধির অধীনে বিসিসিআই-এর এথিক্স অফিসার নিয়োগ করা হয়েছে। বিধি ৩৮(২) লঙ্ঘনের জন্য একটি অভিযোগ পাওয়া গেছে। সেই নিয়ম অনুসারে, আপনার ‘স্বার্থের দ্বন্দ্ব’ পাওয়া গিয়েছে। আপনাকে ২০/১২/২০২২ তারিখে বা তার আগে সংযুক্ত অভিযোগের জন্য আপনার লিখিত প্রতিক্রিয়া ফাইল করার জন্য আরও নির্দেশ দেওয়া হয়েছে।’ সরণ কর্তৃক প্রদত্ত নোটিশের তারিখ ২১ নভেম্বর"। 


বিনির ছেলে স্টুয়ার্ট বিনি, যিনি একসময় ভারতের হয়ে খেলেওছেন, সেই তার স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গার। মায়ান্তি ল্যাঙ্গার স্টার স্পোর্টসের সঞ্চালক। ক্রিকেট সম্প্রচারের সত্ত্ব কিনে রেখেছে এই স্টার স্পোর্টস ভারতীয়। এর দরুন চাপে পড়েছেন বিনি। বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন, তিনি অর্থাৎ সঞ্জীব গুপ্তা এর আগে সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকারের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছিলেন। উক্ত অভিযোগ সম্পর্কিত বিনি অবশ্য এখনও কোনও জবাব দেননি। 

রজার বিনি বিসিসিআইয়ের ৩৬ তম সভাপতি। ৬৭ বছর বয়সী বিনি ভারতের হয়ে টেস্ট এবং ওডিআই খেলেছেন। ১৯৮৩ বিশ্বকাপে বিনি সবচেয়ে বেশি উইকেট (১৮) নিয়েছিলেন। পাশাপাশি ভারতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিসিআই সভাপতির পুত্রবধূ একটি টিভি চ্যানেলের সঞ্চালক বলেই এই স্বার্থের সংঘাত এনেছেন সঞ্জীব গুপ্তা। কিন্তু বোর্ডের কোনও পদাধিকারীর পরিবারের সদস্য টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এমন যুক্তিও খাপ খাচ্ছে না।

Journalist Name : Puja Adhikary

Related News