গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধির দাবিতে সৌগত রায়

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধির দাবি রেখে নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এই একই চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকেও পাঠিয়েছেন সৌগত রায়। প্রসঙ্গত ৩১ শে ডিসেম্বর শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ। কিন্তু মেয়াদ শেষ হবার পরেও আরও ৬ মাস এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি রেখেছেন তিনি।

 তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় চিঠিতে উল্লেখ করেছেন, " করোনার প্রভাব থেকে এখনও মুক্ত হননি গ্রামের গরীব মানুষরা। অতিমারিতে তাঁদের যে আর্থিক ক্ষতি হয়েছে, এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেননি তাঁরা। ফলে এখনই এই প্রকল্প বন্ধ করা ঠিক হবে না "।

উল্লেখ্য, লোকসভার সাংসদের পাশাপাশি সৌগত রায় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের মুখ্য উপদেষ্টা। ডিলার্স ফেডারেশন ও তৃণমূলের তরফ থেকে প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল আগেও। এই প্রকল্পের আওতায় থাকা প্রতিটি নাগরিককে ৫ কেজি খাদ্যশষ্য ও রেশকার্ড যাদের রয়েছে তাদের ভর্তুকির মূল্যে রেশন দেওয়া হয়। গত জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের খরচ সম্পর্কিত দফতরের তরফ থেকে পাঠানো একটি নোটে এই প্রকল্প বন্ধ করার কথা জানানো হয়। 

উল্লিখিত নোটে বলা হয়,  সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা ভাবনা চিন্তা করে গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ সেপ্টেম্বরের পর আর বৃদ্ধি করা যাবে না। দেশের প্রায় ৮০ কোটি ৩৫ লক্ষ মানুষকে গরীব কল্যাণ অন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। সৌগত রায়ের দাবি, বিনামূল্যে রেশন দেওয়া সম্ভব না হলেও , অন্তত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের যে অল্প দামে খাদ্যশষ্য দেওয়া হয়ে থাকে, সেটা অন্তত চালু হোক। এই প্রকল্প আরও ৬ মাস চালু রাখার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

Journalist Name : Papri Chakraborty

Related News