বঙ্গে উদ্বোধন এর অপেক্ষায় আরো এক স্টেডিয়াম

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

কলকাতা কে 'ল্যান্ড অফ আর্কিটেকচার ' ও বলা চলে।উত্তর থেকে দক্ষিণ ,কলকাতার যেই প্রান্তেই চোখ যায় চারিদিকে শুধুই স্থাপত্যের নিদর্শন।চোখ ধাঁধানো কারুকার্য।অতীতের ঐতিহ্যময় বাড়ি থেকে শুরু করে ভিক্টোরিয়া, আই টি সি রয়াল বেঙ্গল,আলিপুর মিউজিয়াম,জাদুঘর,ইডেন, বিড়লা,বিশ্ব বাংলা গেট, হাওড়া ব্রিজ সবমিলিয়ে জমজমাট তিলোত্তমা।সত্যিই তাই কলকাতার ' সিটি অফ্ জয় ' নাম সার্থক।আর এই স্থাপত্যের তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত হতে চলেছে শীঘ্রই।স্থাপত্যের নাম ধনধান্য অডিটোরিয়াম।

২০১৬ সালে এই অডিটোরিয়াম তৈরির কাজ শুরু হয়েছিল। বিশ্ব মানের এই অডিটোরিয়াম তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে।শুধুমাত্র উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের অনুমতির অপেক্ষা।আলিপুর সৌজন্যের ঠিক উল্টোদিকে গড়ে উঠেছে এই অডিটোরিয়াম।প্রায় ৪৪০ কোটি টাকা খরচ হয়েছে  এই প্রেক্ষাগৃহ তৈরি করতে।

শঙ্খ আকারে এই অডিটোরিয়াম টি তৈরি করা হয়েছে।সূত্রের খবর, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের মূল কাঠামো দিল্লি এর যে নির্মাণকারী সংস্থা তৈরি করেছিল ,ধনধান্য স্টেডিয়াম তৈরির কাজ ও তাদের হাতে দেওয়া হয়েছিল।বিশ্ব মানের তৈরি এই প্রেক্ষাগৃহ টি বিশ্বের যেকোনো অডিটোরিয়াম কে টেক্কা দিতে পারবে বলে মনে করা হচ্ছে।জানা যাচ্ছে,এই অডিটোরিয়াম এর মেঝে থেকে ছাদের উচ্চতা ৬০০ ফুট। সুরাট থেকে দামি পাথর আনা হয়েছে অডিটোরিয়াম তৈরির কাজের জন্য।

জানা যাচ্ছে,বৃহৎ মাপের এই অডিটোরিয়াম এ একই ছাদের তলায় একসাথে বহু অনুষ্ঠানের আয়োজন করা যাবে প্রেক্ষাগৃহের সেন্টার বা কেন্দ্রে থাকবে ২০০০ মানুষের বসার বন্দোবস্ত।এছাড়াও থাকছে ৫৪০ আসনের একটি ছোট অডিটোরিয়াম।পথনাটিকা এর জন্যও বন্দোবস্ত করা হয়েছে।৩৫০ জন দাড়িয়ে পথনাটিকা দেখতে পারবেন ।এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকশিল্পের অনুষ্ঠান ,আন্তর্জাতিক সেমিনার এর জন্য আলাদা অডিটোরিয়াম।
ক্যাম্পাস এই থাকছে রেস্তোরাঁ ,কাফেটেরিয়া ।দোতলা গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও করা হয়েছে।৩০০ টি গাড়ি রাখার ব্যাবস্থা রয়েছে সেখানে।
এছাড়াও শিল্পী দের জন্য বিশেষ ব্যাবস্থা রয়েছে।৩৬ টি বিলাসবহুল শয্যার ব্যাবস্থা করা হয়েছে শিল্পীদের জন্য।
বিশ্ব বাংলা অডিটোরিয়াম এর মত ধনধান্যে  অডিটোরিয়াম  এক আলাদা উচ্ছতা তে পৌঁছাবে বলে মনে korcheprosason।এছাড়াও নানান গুরুত্বপূর্ণ কাজে। লাগবে এই অডিটোরিয়াম। আগামী বছর থেকে রাজ্যে জি ২০ সম্মেলন হতে চলেছে।এখন শুধু মুখ্যমন্ত্রীর অনুমতির অপেক্ষা করে দিন গুনছে শহরবাসী।

Journalist Name : Srimita Sasmal