সোলো মহিলা ট্রাভেলারদের জন্য বিশেষ কিছু ঘোরার জায়গা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ঘুরতে যেতে কে না ভালোবাসেন। কেউ পরিবার নিয়ে আবার কেউ নিজের প্রিয় মানুষটিকে সাথে নিয়ে আবার কখনো কখনো একাও ঘুরতে যান সকলে। শীতকালে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা থাকে। আরামদায়ক আবহাওয়ায় ঘুরতে যাওয়ার সঠিক সময়। তবে এখনকার আধুনিক প্রগতিশীল যুগে মহিলারা আগের থেকে অনেক বেশি সাহসী ও স্বাবলম্বী হয়ে উঠেছে। তাই তাঁরা একাও ঘুরতে যেতে পারেন আজকাল।

 সম্প্রতি মহিলাদের সোলো ট্রাভেলারদের সংখ্যা অনেক বেড়ে গেছে। মহিলাদের বেড়াতে যাওয়ার সুবিধার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে
 এমনকি তাঁদের সুরক্ষার জন্যেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ , যাতে তাদের যাত্রা নিরাপদ হয়। এছাড়াও  মহিলাদের জন্য নিরাপদে ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে অনেকে রিসার্চ চালিয়ে যাচ্ছেন।

কোথাও ঘুরতে গিয়ে থাকা ,  খাওয়া - ঘোরার ক্ষেত্রে হোস্টেল হল মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। হোস্টেলগুলোর চারপাশে থাকে অনেক বসতি।  তাছাড়া দোকান , হোটেল , রেস্টুরেন্ট এদিকে ওদিকে ছড়িয়ে থাকে। পল্লবী আগরওয়ালের মতে এই ধরণের হোস্টেলগুলো অল্পবয়সি মহিলাদের জন্যই বানানো হয়।  এইরকম জনবহুল এলাকা মহিলাদের বেশি সুরক্ষিত।

সোলো ট্রাভেলার হিসাবে কয়েকটি বিশেষ ঘোরার জায়গা হলো -  

১. বারাণসী :
একা ঘুরতে যাওয়ার জন্য এটি একটি দারুন  জায়গা । এখানকার ইতিহাস ও পুরোনো ঐতিহ্য মানুষকে বারবার আকর্ষণ করে। গঙ্গার সামনে আরতি মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয় এখানে। বহু মানুষের সমাগম আরো আলোকিত করে তোলে এই জায়গাটিকে।

২. জয়পুর :
 বহু জায়গা থেকে আসা পর্যটকদের ভিড় জমে এখানে। বিলাসবহুল খাওয়া - দাওয়া ও থাকার আদর্শ জায়গা জয়পুর। সাথে রাস্তার ধারের জনপ্রিয় খাবার , উৎসব ঘেরা পরিবেশ, জয়পুরের বিখ্যাত জমকালো মেলার আয়োজন এই জায়গাটিকে আরো অন্যরকম করে তোলে। এখানকার জনপ্রিয় ডাল বাটি। মহিলা ট্রাভেলারদের জন্য জয়পুর খুবই নিরাপদ ও সুরক্ষিত জায়গা।

৩. আলেপ্পি :
কেরালা এমনিতেই এক প্রকৃতি ঘেরা জায়গা। আর এই কেরালারই এক সুন্দর সাজানো শহর আলেপ্পি।  একে প্রাচ্যের ভেনিস বলা হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ,স্থাপত্য, উপত্যকা সবার মন কাড়ে। হাজার হাজার হাউজবোটের কেন্দ্রস্থল সবুজে সাজানো এই সুসজ্জিত শহরটি আপনার জন্য নিরাপদ ও সবচেয়ে সুন্দর। 

৪. মুসৌরি :
পাহাড় প্রত্যেক মানুষকে দু হাত বাড়িয়ে ডাকে। পাহাড়ের প্রতি ভালোবাসা এক আলাদাই। সেইরকমই প্রাকৃতিক বৈচিত্রময় শহর মুসৌরি। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও রয়েছে অজস্র জঙ্গল ট্রেইল, স্ট্রিমস ও মিনি ওয়াটারফলস। সব মিলিয়ে আঁকার খাতায় আঁকা এক সুন্দর ছবির মতো। সোলো মহিলা ট্রাভেলারদের জন্য সেখানে হোস্টেল ব্যাবস্থাও আছে। এছাড়াও আছে বনফায়ার, অন্যান্য আউটডোর এরিয়া।  মহিলাদের জন্য খুবই নিরাপদ  এই শহর।

Journalist Name : Papri Chakraborty

Related News